হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃত্তিবাস দাস (৩০) তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কাফুলা গ্রামের কৃষ্ণকান্ত দাসের ছেলে। কৃত্তিবাস দাস পেশায় একজন সাইনবোর্ড তৈরির ব্যবসায়ী ছিলেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।

‎খবর পেয়ে রাতেই হাসপাতাল থেকে পূর্ব থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে ব্যবসায়িক কাজ শেষে গাজীপুর থেকে ঢাকার বাসায় ফিরছিলেন কৃত্তিবাস দাস । রাত ১টার দিকে তাকে বহনকারি মোটরসাইকেলটি (নং- ঢাকা মেট্রো হ-৩০-৩৫০৫) কলেজগেট এলাকায় পৌঁছলে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় পথচারিরা রাস্তার পাশেই কৃত্তিবাসের নিথর দেহ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে। পরে কৃত্তিবাসকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন ভাতার ২০ শতাংশ কমালো বাংলাদেশ ব্যাংক

চার দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার

যারা ধর্মের নামে রাজনীতি করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে

টঙ্গীতে নির্মাণাধীন বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

রাস্তাঘাট থেকে নদীভাঙন সব সংকট সমাধানের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

ছাত্রাবাসে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

বিকেএসপিতে নারী খেলোয়াড়দের সুরক্ষা সেমিনার অনুষ্ঠিত

ঘোড়াশাল সার কারখানার একাধিক ভবনে ফাটল

ঘুষ নেয়ার অভিযোগে পুলিশের উপর হামলা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধামরাইয়ে দোয়া মাহফিল