হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী শ্রমিক নিহত

কোটালীপাড়ায় গ্রামের বাড়িতে চলছে মাতম

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পাঁচ নারী শ্রমিক নিহতের ঘটনায় সেখানে চলছে মাতম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৮) সন্ধ্যায় মাদারীপুর জেলার ঘটকচরে সার্বিক পরিবহনের সঙ্গে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। তারা সবাই নিজ গ্রাম থেকে মাদারীপুরে এসে শ্রম বিক্রি করে বাড়ি ফিরছিলেন।

পাইকেরবাড়ী গ্রামের কলেজছাত্রী পান্না বাড়ৈ বলেন, আমাদের গ্রামের পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈর স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫) ও পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০) গতকাল রোববার ভোরে দিনমজুরের কাজে মাদারীপুরে যান।

সেখান থেকে ইজিবাইকে ফেরার পথে ঘটকচর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের সাত যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে কোটালীপাড়ারই পাঁচ নারী শ্রমিক রয়েছেন।

একই গ্রামের গৃহিণী কাজল বাড়ৈ বলেন, ‘আমাদের এলাকার অনেকেই দিনমজুরের কাজ করতে মাদারীপুরের বিভিন্ন এলাকায় যান। গতকাল ভোরে দুলালী, অনিতা, আভা, শেফালী, কামনা কাজ করতে গিয়ে ফিরে এলেন লাশ হয়ে।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরচাঁদ মৃধা খোকন বলেন, একই গ্রামের পাঁচজন নিহত হওয়ার ঘটনাটি খুবই হৃদয়বিদারক। লাশগুলো রাতেই নিয়ে আসা হয়েছে। লাশ আসার পর থেকে সেখানে মাতম চলছে। বর্তমানে শেষকৃত্যের কাজ চলছে।

এদিকে, হৃদয়বিদারক এ দুর্ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের ছেলে-মেয়েদের বিনা খরচে পড়াশোনা, সব পরিবারের সুযোগ-সুবিধা এবং যেকোনো অবস্থায় প্রয়োজনে সার্বিক দায়িত্বভার গ্রহণের আশ্বাস দেন।

‘হ্যাঁ’ ভোট দিতে কাউকে বাধ্য করা হচ্ছে না: উপদেষ্টা ফাওজুল কবির

সাত মাসে ৬ খুন: সাভারে ভবঘুরে সিরিয়াল কিলার গ্রেপ্তার

বাংলাদেশের জনগণ জুলাই কাফেলায় : উপদেষ্টা আদিলুর রহমান খান

এবারের নির্বাচন একটা নতুন পথের সন্ধান দিবে: ফাওজুল করিম

কুলিয়ারচরে সাংবাদিক ফারুকের দাফন সম্পন্ন

সিংগাইরে গণপিটুনিতে দুই গরুচোর নিহত

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭ জনের প‌রিচয় মিলেছে

বোয়ালমারীতে ১৫ লাখ টাকার ভেজাল খাদ্য জব্দ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী পলি