হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আহত ১২

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

শুক্রবার ভোররাতে মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। কুয়াকাটা থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৮৭১) রাজৈর বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ডোবা পুকুরে পড়ে যায়। বাসটিতে ৩১ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিলুফা ইয়াসমিন নিলা (৩০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী। তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

আহতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর কালাখোপা গ্রামের মইজুল মাঝি ছেলে জুয়েল (৩০), নোয়াখালী জেলার আটকপালিয়া থানার জাহাজমারা গ্রামর বসির ব্যাপারীর ছেলে মিরাজ (৩০), নোয়াখালী জেলার সুবর্ণচর থানার চরহাসান গ্রামের ইয়াকুব আলীর ছেলে মিলন (৪৫), নোয়াখালী জেলার সুবর্ণচর থানার চরহাসান গ্রামের জয়নাল আবেদীনর ছেলে আবু তাহের (৫৭), ভোলা জেলার দৌলতখান থানার সৈয়দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে লোকমান (৪৫), ঝালকাঠি জেলার নলসিটি থানার উত্তর জুরকাঠি গ্রামের মো. রবিন হোসেন ও আব্দুল জলিল হাওলাদার।

স্থানীয় লোকজন , রাজৈর থানা পুলিশ, মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালান। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত জুয়েল, মিরাজ ও মিলনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজৈর থানার পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে । নিহত নিলুফা ইয়াসমিনের মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

টঙ্গীতে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নাগবাড়ীতে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১০

ধানের শীষ কেড়ে নিতে বিএনপির বিদ্রোহী এখন জামাল চৌধুরী

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের পর এবার খালেদা জিয়ার জানাজায় মাদারীপুরের ১১০ বছরের বৃদ্ধ

জামাই মেলা এখন মাছের মেলা, কোটি টাকার বেচাকেনা

ছিনতাইকারীকে চিনে ফেলায় ওষুধ ব্যবসায়ীর শরীরে আগুন, লড়ছেন মৃত্যুর সঙ্গে

জাসাস নেতাকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি