হোম > সারা দেশ > ঢাকা

চাঁদার পাঁচ লাখ না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে আহত বিএনপি নেতার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদার পাঁচ লাখ টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আলমগীর হোসেনের বিরুদ্ধে। তিনি উপজেলার ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আহত ব্যবসায়ী হলেন জসীম উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে তল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার অভিযুক্ত বিএনপি নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাননামা ৫/৬ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

জসীম উদ্দিন জানান, আমি তল্লা আজমেরীবাগ এলাকায় নতুন বিল্ডিং নির্মাণের কাজ করছি। সম্প্রতি আলমগীর হোসেন, মিন্টু, হায়দার,আমির হোসেন ও বাবুসহ ৫/৬ জন আমার কাছে ৫ লাখ টাকা চাঁদাদাবি করে। এলাকায় বিল্ডিং নির্মাণ করলে তাদের চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। আমি চাঁদা না দিয়ে দ্বিতীয় তলার কাজ শুরু করলে গত ২৩ অক্টোবর বিকেলে আলমগীরের নেতৃত্বে সন্ত্রাসীরা লোহার রড, পাইপ, ডাসা, লাঠি সোঠাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে। তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখতে হুমকি দেয়।

তিনি আরো জানান, এক পর্যায়ে সন্ত্রাসী আলমগীর আমাকে হাতে থাকা লোহার পাইপ দিয়ে এলোপাথারীভাবে পেটাতে থাকে। অন্য সন্ত্রাসীরাও আমাকে পেটায়। তারা যাওয়ার সময় আমার মোবাইল ও সাথে থাকা চার হাজার টাকা নিয়ে যায়। এবং খুন-জখম করে লাশ গুম করার হুমকি দিয়ে যায়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মামলা হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।

অভিযুক্ত আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

পারবে না বিএনপি-জামায়াত, লাগবে এনসিপিকে: সারজিস

গাজীপুর মহানগর বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানহানি মামলা

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত

সাভারে বিএনপি নেতা হত্যকারীদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নিরাপদ ও দুর্নীতিমুক্ত টঙ্গী গড়তে চাইলেন জামায়াত প্রার্থী হাফিজুর রহমান

ভৈরবকে জেলার দাবিতে এবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬ শ্রমিক

নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী দলগুলোর প্রচারণায় ব্যাকফুটে বিএনপি

নবাবগঞ্জে ৫ শিশু নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা