হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে টুং টাং শব্দে মুখর কামারপাড়া

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কামারপট্টিতে এখন চলছে দিনরাতের টুং টাং শব্দের প্রতিযোগিতা। ছুরি, চাপাতি, বঁটি ও দা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা।

উপজেলার গোপালদী বাজারে দেখা গেছে, ৬০ বছর বয়সী কামার আবদুল মান্নানের ছোট একটি দোকানে বসে চাপাতিতে শান দিচ্ছেন। কথা বলার সময় নেই। পাশে দাঁড়িয়ে থাকা এক গ্রাহক বললেন, ভাই, চাপাতিটা একটু আগে করে দেন, সামনে অনেক কাজ।

আবদুল মান্নান জানালেন, বছরের অন্য সময় কাজ কম থাকলেও ঈদের আগে এত চাপ পড়ে যে নিশ্বাস নেওয়ার সময় পাই না। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করছি।

তিনি আরও বলেন, একেকটা ছুরি ২০০-২৫০ টাকা, চাপাতি ৪০০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। যারা শান দিতে আসে, সেখানেও আয় হয়। ঈদের এই সময়টাই আমাদের মূল রোজগারের সুযোগ।

কামারপট্টির একদম শেষ মাথায় থাকা তরুণ কামার সোহাগ জানালেন, আমার বাবা-দাদার পেশা ছিল কামারগিরি। এখন তো অনেকে এই পেশা ছাড়ছে, কারণ সারা বছর কাজ কম। কিন্তু আমি এখনো ধরে রেখেছি। এই ঈদের সময়েই যা একটু ভালো আয় হয়, বাকিটা সময় খুব কষ্টে চলতে হয়।

তিনি আরও বললেন, মেশিনে তৈরি যন্ত্রপাতির সঙ্গে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। আবার কাঁচামালের দামও বেড়েছে। লোহা কিনে এনে হাতের কাজ করলে খরচ পড়ে বেশি, লাভ হয় কম।

গোপালদী বাজারের বিভিন্ন দোকানে ঘুরে দেখা গেল, ক্রেতাদের ভিড়। কেউ কিনছেন নতুন দা, কেউ পুরোনো চাপাতি শান দিতে এসেছেন। দোকানিদের মুখে হাসি। ঈদের এই মৌসুমটাই যেন তাদের সারা বছরের প্রাপ্য তুলে দেয়।

টঙ্গীতে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নাগবাড়ীতে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১০

ধানের শীষ কেড়ে নিতে বিএনপির বিদ্রোহী এখন জামাল চৌধুরী

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের পর এবার খালেদা জিয়ার জানাজায় মাদারীপুরের ১১০ বছরের বৃদ্ধ

জামাই মেলা এখন মাছের মেলা, কোটি টাকার বেচাকেনা

ছিনতাইকারীকে চিনে ফেলায় ওষুধ ব্যবসায়ীর শরীরে আগুন, লড়ছেন মৃত্যুর সঙ্গে

জাসাস নেতাকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি