হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার ২৮ কেজির কাতল ৫৩ হাজার টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২৮ কেজির কাতল ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার সকালে পদ্মা-যমুনা নদীর মোহনা পাবনার ঢালার চর এলাকায় জেলে জামাল প্রামানিকের জালে মাছটি ধরা পড়ে।

জামাল প্রামানিক জানান, রোববার ভোরে মাছটি ধরা পড়ার পর সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাটে মোমিন মণ্ডলের আড়তে নিয়ে আসা হয়। ওজন করে দেখা যায় ২৮ কেজি। এরপর নিলামে ওঠানো হয়।

আড়তদার মোমিন মণ্ডল বলেন, নিলামে এক হাজার ৮০০ টাকা কেজি দরে মাছটি ৫০ হাজার ৪০০ টাকায় কিনে নেন চাঁন্দু মোল্লা। পরে তিনি ১৯০০ টাকা কেজি দরে ঢাকার এক শিল্পপতির কাছে ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় পদ্মায় এখন বড় মাছ পাওয়া যাচ্ছে। নদীতে নাব্যতা সংকট থাকায় এসব বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে। তবে যথেষ্ট নাব্যতা থাকলে তারা গভীর পানিতে থেকে সহজে ধরা পড়ত না এবং স্বাভাবিকভাবে বংশবিস্তার করতে পারত।

তিনি আরও জানান, নদীর পানি আরও কমে গেলে দেশীয় বড় প্রজাতির মাছ যেমন রুই, কাতলা, বোয়াল, পাঙাশ আরও বেশি ধরা পড়বে।

এসব বড় মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। তাই ভবিষ্যতের জন্য এই প্রজাতিগুলো সংরক্ষণে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিচয় গোপন করে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেপ্তার

বিদেশি পিস্তল ও গুলিসহ নাসিম ওসমানের ছেলের সহযোগী গ্রেপ্তার

ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতন-ভাতার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

বিএনপি-জামায়াত জোটের প্রার্থী থাকলেও ভোটে জটিল সমীকরণ

টুঙ্গিপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ১

নড়িয়ায় বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশ–সেনাবাহিনী

মহিলা জামায়াতকর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

আওয়ামী ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ায় নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা নেই

টঙ্গীতে বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩