হোম > সারা দেশ > ঢাকা

সড়কে নিথর প্রবাসী স্বামী, স্ত্রী কাতরাচ্ছেন হাসপাতালে

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

সোহেল ভূঁইয়া। জীবিকার তাগিদে ৩৩ বছরের এ যুবক থাকতেন দুবাইয়ে। নাড়ির টানে মাত্র তিনদিন আগে ফেরেন দেশে। ৫ ফেব্রুয়ারি ফের আকাশপথে উড়াল দেওয়ার কথা ছিল তার। কিন্তু এর আগেই ট্রাক কেড়ে নেয় এই প্রবাসীর প্রাণ। ভয়াবহ দুর্ঘটনায় লাশ হন তার পরিবারের আরও তিন সদস্য।

রোববার হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে সিলেটের ওসমানীনগরে। এদিন সকালে উপজেলার উনিশ মাইল এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তারা। এ ঘটনায় আহত হন সোহেলের স্ত্রী সাবিনা ইয়াসমিন।

নিহত সোহেল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকার সুলতান উদ্দিন ভূঁইয়ার ছেলে। বাকিরা হলেন- তার শ্যালিকা সায়মা আক্তার ইতি, শামীমা ইয়াসমিন ও সায়মার সাত বছরের সন্তান আয়ান।

সোহেলের আত্মীয় আসমা বেগম বলেন, ভোরে স্ত্রী-শ্যালিকাকে নিয়ে বাড়ি থেকে প্রাইভেটকারে সিলেটে মাজারে ভ্রমণের উদ্দেশে রওনা হন সোহেল। সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগরের উনিশ মাইল এলাকায় পৌঁছালে তাদের প্রাইভেটকারে ধাক্কা দেয় সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক। এতে প্রাণ হারান চারজন। গুরুতর অবস্থায় সাবিনাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওসমাননীগর থানার ওসি মো. মোনায়েম বলেন, এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। তবে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

মুক্তিযুদ্ধর চেতনার নামে কি না করেছে তারা, জনগণ সব ছুড়ে ফেলেছে

আলেম-ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মধুখালীতে দুই নদীভাঙনে ভিটামাটি ছাড়া পাঁচ শতাধিক পরিবার

মানুষ আলেমদের মহব্বত করলেও তাদের ভোট দেন না: ধর্ম উপদেষ্টা

কোনো ষড়যন্ত্রই ছাত্র-যুবকদের অগ্রযাত্রা থামাতে পারবে না: জাহিদুল ইসলাম

আড়াইহাজারে ১১ বিসিএস ক্যাডারকে সংবর্ধনা

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৪