হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালে স্বামীর কাছ থেকে আলাদা করে স্ত্রীকে ধর্ষণ, দুই আনসার সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে আলাদা করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপরে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম চিকিৎসারত অবস্থায় থাকা ভুক্তভোগীর সাথে কথা বলেছেন।

জানা গেছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়ি যাচ্ছিলেন । এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন।

এরপর হাসপাতালের গেটে ডিউটিরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে যায়। এরপর হাসপাতালের নতুন ভবনের দশ তলার নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় স্ত্রীকে নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা তাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী মেয়েটি নিচ তলায় নেমে তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী দুই আনসার সদস্যদের শনাক্ত করলে পুলিশ তাদের থানা হেফাজতে নিয়ে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার জানান, বাদীর অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেয়েটি যেন সঠিক চিকিৎসা পায় সেই বিষয়টি দেখার জন্য হাসপাতালে এসেছি। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে।

জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে সহকারী কমান্ডার অভিযোগের বিষয়টি শিকার করে জানান, আমরা বিষয়টি উপরের স্যারদের জানিয়েছি। অভিযুক্তরা পুলিশ হেফাজতে রয়েছে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, আমি আনসার সদস্যদের ডেকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছে।

মুজিব কোট আয়রন করা আছে, যদি আ.লীগ আসে আবার ফিরে যাব

ডাকা‌তি করতে এসে কোপ খেয়ে পালালো ডাকাতদল, প্রশংসায় ভাসছেন যুবক

আমরা তালেবান বা জঙ্গি বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি: আহমেদ আযম খান

টঙ্গীতে ‌ ‘প্যানিক এ্যাটাকে’ অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শরীয়তপুরে ৪৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ৪

রাজবাড়ীতে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কায় ৩ শ্রমিক নিহত, আহত ৯

মাঠে-ঘাটে বিএনপির প্রার্থী এস এম জিলানী

হংকং থেকে দেশে ফিরে নিজ বাড়িতেই গোপন ইয়াবা কারখানা, গ্রেপ্তার যুবক