হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস কারখানার স্যাম্পল রুমে বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহ্জাহান প্রমুখ। এদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে সুজনের পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কারখানার ম্যানেজার (অ্যাডমিন) এম আর শিপু চৌধুরী বলেন, শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দেন। সকাল ৯টায় হঠাৎ স্যাম্পল রুমে ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরিত হয়। এতে দুইজন শ্রমিক গুরুতর আহত হন। সামান্য আহত হন কয়েকজন। আহতদের প্রাথমিক চিকিৎসক দেয়া হয়েছে।

কারখানার বৈদ্যুতিক বিভাগের ইনচার্জ সোহেল রানা বলেন,

সকাল ৮টায় এসে যারা সুইচ অন করেছেন, হয়তো তারা খেয়াল করেনি সেটি পানি নিচ্ছে কিনা। বয়লার হিট হয়ে স্টিম-আউট লাইন ছেড়েছে। তখন বিস্ফোরিত হয়েছে। পানি ছিল না, নয়তো মোটর পানি টানতে পারেনি। এমনও হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে জাহিদ-হৃদয়

খাল দখল করে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী

র‍্যাবের ডিএডি মোতালেবের কুমিল্লার বাড়িতে মাতম

রায়পুরায় স মিলের ভেতর থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার

রঙিন কপি চাষে সফলতা

বিএনপি প্রার্থী টুকুর সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলা, আহত ২