হোম > সারা দেশ > ঢাকা

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

ছবি: আমার দেশ।

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে এক মৎস্য ব্যবসায়ীর প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহঃস্পতিবার (১ জানুয়ারী) ভোর রাতে উপজেলা বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া রুইতার বিলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একইদিন বিকেলে মুকসুদপুর থানায় ৩ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, কহলদিয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী মন্টু মোল্যা প্রতি বছরের ন্যায় এবার রুইতার বিলে, পুকুর লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। কেউ তার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরে থাকা সব মাছ নিধন করে।

এ বিষয়ে মন্টু মোল্লা বলেন, এ বছর আমি এ বিলে ৫ টি পুকুর লিজ নিয়ে দেশীয় প্রকৃতির মাছ চাষ করে আসছি। কেউ বিষ প্রয়োগ করে আমার পুকুরে থাকা সব মাছ নিধন করে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে। আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছি।

এ ঘটনায় ভুক্তভোগী মন্টু মোল্লা বাদী হয়ে মুকসুদপুর থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, ইসরাফিল শেখ, আসাদ কাজী ও রফিক শেখ।

মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সুকান্ত বাউল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক

ডিবি পরিচয়ে ডাকাতি, ৪ মাইক্রোবাস উদ্ধার, আটক চক্রের ৪ সদস্য

ডেভিল হান্ট অভিযানে ২ আ.লীগ নেতা আটক

টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি

টঙ্গীতে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নাগবাড়ীতে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১০

ধানের শীষ কেড়ে নিতে বিএনপির বিদ্রোহী এখন জামাল চৌধুরী

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের পর এবার খালেদা জিয়ার জানাজায় মাদারীপুরের ১১০ বছরের বৃদ্ধ