হোম > সারা দেশ > ঢাকা

গাকৃবি’র এক বছরের অর্জন বিষয়ক মতবিনিময় সভা

আমার দেশ ডেস্ক

আন্তর্জাতিক কনফারেন্সসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও এক বছরে গাকৃবি'র অর্জন শীর্ষক এক মতবিনিময় সভা ও প্রেস কনফারেন্স সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ শুধু বাংলাদেশের কৃষি উন্নয়নে নয়, বরং দক্ষিণ এশিয়ার জ্ঞানভিত্তিক কৃষি বিপ্লবের অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে চলেছে।

গত এক বছরে আমাদের প্রতিটি অর্জন শুধু পরিসংখ্যান নয়, বরং প্রতিটি পদক্ষেপে আছে মাটির গন্ধ, কৃষকের ঘামের গৌরব, গবেষণাগারের নীরব ত্যাগ, অভিজ্ঞ অগ্রজদের আলোকিত পথচলা আর তরুণ বিজ্ঞানীদের স্বপ্নের দীপ্তি।

তিনি বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি জ্ঞান, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধের এক আলোকবর্তিকা। আমরা এমন এক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যা প্রকৃতির সঙ্গে সখ্য রেখে বাংলাদেশের কৃষিকে বিশ্বমানের টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে জাহিদ-হৃদয়

খাল দখল করে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী

র‍্যাবের ডিএডি মোতালেবের কুমিল্লার বাড়িতে মাতম

রায়পুরায় স মিলের ভেতর থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার

রঙিন কপি চাষে সফলতা

বিএনপি প্রার্থী টুকুর সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলা, আহত ২