হোম > সারা দেশ > ঢাকা

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে যুবক নিহত

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে নব্য বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে গুলিতে তুহিন দেওয়ান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত তুহিন দেওয়ান বেহেরকান্দি গ্রামের বাসিন্দা ও মোল্লাকান্দি ইউনিয়ন কৃষকলীগ সভাপতি সেলিম দেওয়ানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের বিএনপি নেতা ওজির আলীর সাথে বেহেরকান্দি গ্রামের স্বপন দেওয়ানের ভাই অপর বিএনপি নেতা শওকত দেওয়ানের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে তাদের মধ্যে বিরোধের মাত্রা আরো বেড়ে যায়। নিহত তুহিন দেওয়ানের পিতা সেলিম দেওয়ান ছিলেন শওকত দেওয়ানের অনুসারি।

তুহিন দেওয়ানের চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান, রাত সাড়ে ৯টায় তুহিন বাসা থেকে বের হয়ে মুন্সীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গেলে প্রতিপক্ষ তুহিনের মাথার পেছনে পর পর কয়েকটি গুলি করে। তুহিন ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় তুহিনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

গ্রামবাসী জানায়, ওজির আলী এবং শওকত দেওয়ান উভয়ই বিগত ১৫ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। বিরোধেও জড়িয়েছে কয়েকবার। এক পক্ষ অপর পক্ষকে হত্যার হত্যার হুমকিও দিয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলে ওজির আলী স্থানীয় বিএনপির রাজনীতির সাথে মিশে প্রতিপক্ষ শওকত ও তার অনুসারীদের হুমকি দিয়ে নাজেহাল করার চেষ্টা করেন। এদিকে তুহিন দেওয়ান পিতা সেলিম দেওয়ান ও তার পরিবারের লোকজন শওকত দেওয়ানের অনুসারী হলেও আওয়ামী লীগের রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে নেন।

মনোনয়ন না পেয়ে সড়কে আগুন দিয়ে অবরোধ

মির্জাপুরে অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের দুইজন গ্রেপ্তার

১১২ টাকায় জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন

গাকৃবি’র এক বছরের অর্জন বিষয়ক মতবিনিময় সভা

শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

লৌহজংয়ে বেতন পাচ্ছেন না দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা

৮০০ কোটি টাকা লোকসানের শঙ্কায় কৃষক ও ব্যবসায়ীরা

‘ডিসি-ইউএনওরা টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন’

পদ্মার এক পাঙাশ ৭৩ হাজার টাকায় বিক্রি

শিশুকে পাশবিক নির্যাতনের অপচেষ্টা, বৃদ্ধ আটক