হোম > সারা দেশ > ঢাকা

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে মৃত ২, নিখোঁজ ৬ গোপালগঞ্জে শোকের মাতম

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

উন্নত জীবনের স্বপ্নে অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টাকালে ইউরোপীয় ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুই তরুণের করুণ মৃত্যু হয়েছে।

একই ঘটনার পর থেকে ট্রলারে থাকা একই গ্রামের পাঁচ যুবকসহ ছয় যুবকের কোনো খোঁজ মিলছে না। সংবাদটি ছড়িয়ে পড়তেই মৃতদের পরিবারে চলছে আহাজারি ও মাতম। এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া। নিহতদের গোপালগঞ্জের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

১৩ নভেম্বর রাতে ভূমধ্যসাগরের লিবিয়ার আল-খুমস উপকূলে দুটি নৌকা ডুবে যায়। এর একটিতে ছিলেন বাংলাদেশের ২৬ নাগরিক। নৌকা ডুবিতে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম লখন্ডা গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে এনামুল শেখ (২৭), একই গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখসহ (৩৫) চারজনের লাশ উদ্ধার করে উদ্ধারকর্মীরা।

এ ঘটনায় নিখোঁজ রয়েছে পশ্চিম লখন্ডা গ্রামের আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, খালেক মোল্লার ছেলে হাবিবুল্লাহ মোল্লা সোহেল, হায়দার মিনার ছেলে আশিক মিনা, ইকরাম মিনার ছেলে দুলাল মিনা ও পাশের গুনহার গ্রামের হাফিজ মিনার ছেলে নিয়াজ মিনা।

ওই নৌকা দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া পশ্চিম লখন্ডা গ্রামে হায়দার শেখের ছেলে প্রত্যক্ষদর্শী আবুল শেখ ধলা (৩০) ভিডিও কলে পরিবারের সদস্যদের সাথে ১৬ নভেম্বর কথা বলেছেন।

তিনি তখন নৌকা ডুবিতে এনামুল ও আনিসের মৃত্যুর কথা জানিয়েছেন। এ ঘটনায় নিহত এনামুল শেখ দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া আবুল শেখ ধলার আপন চাচাত ভাই।

ভিডিও কলে ধলা শেখ বলেন, আমাদের নৌকার ঠিক মাঝে অরেকটি নৌকা উঠে যায়। নৌকার মাঝে এনামুল ও আনিস বসে ছিল। মাঝে যারা ছিল তারা সবাই মারা গেছে। নৌকার সামনে যারা ছিল তাদের তেমন ক্ষতি হয়নি। আমি পেছনে ছিলাম। পেছনের সবার শরীর কেটে ছিড়ে গেছে। অনেকে সাগরে ভেসে গেছে। আবার অনেকে লাইফ জ্যাকেট নিয়ে সাগরে ভেসে ছিল। উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করেছে। সবার শেষে তারা আমাকে উদ্ধার করে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশি ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। মুষড়ে পড়েছে নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যরা ।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে পশ্চিম লখন্ডা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় গভীর শোকাবহ পরিবেশ। পরিবারগুলোতে চলছে স্বজনহারার আহাজারি। এদিকে গ্রামের মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অবৈধ পথে ইউরোপের স্বপ্ন দেখাতে দালাল চক্রের সক্রিয় ভূমিকা নিয়ে এলাকাজুড়ে নতুনভাবে আলোচনায় এসেছে।

নিহত এনামুল শেখের বাবা আকোব আলী শেখ জানান, গত বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল-খুমস উপকূল থেকে তার ছেলে ও আরো কয়েকজন ইতালিমুখী বোটে করে যাত্রা শুরু করেন। ইতালির উদ্দেশ্যে যাত্রার কিছুক্ষণের মধ্যেই লিবিয়ার কোস্টগার্ড ধাওয়া দিলে আতঙ্কে তারা সমুদ্রে ছড়িয়ে পড়ে। ধাওয়া এড়াতে ব্যর্থ হওয়া বোটটি ডুবে যায়। এরই মধ্যে তার ছেলের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন তিনি।

আকোব আলী শেখ কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন, এক মাস আগে মাদারীপুরের দালাল এনামুলের কাছে ২১ লাখ টাকা দিয়ে আমার ছেলেকে লিবিয়া পাঠাই। সেখানে গিয়েই তাকে ‘গেম’ দিয়েছে। ২১ লাখ দিয়ে আমার ছেলেকে জীবনের ঝুঁকিতে পাঠিয়ে আজ লাশ হয়ে গেল। সরকারের কাছে একটাই দাবি—আমার ছেলের লাশ যেন দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।

এ ঘটনার পর স্থানীয়রা প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দালালচক্র প্রতারণা করে এলাকার অসহায় মানুষকে অবৈধ পথে ইতালি পাঠাচ্ছে।আর এমন মৃত্যুর ঘটনা ঘটে চলেছে।

ননীক্ষির ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আলমগীর মোল্যা বলেন, ‘লাখ লাখ টাকা খরচ করে যুবকদের বিদেশে পাঠানো হচ্ছে। পরিবারগুলো ধার দেনা, গচ্ছিত ও জমি বিক্রির টাকা দালালদের হাতে তুলে দিচ্ছে । অবৈধ সমুদ্র পথে যাওয়াই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তবুও বেকারত্ব ঘুঁচিয়ে বেঁচে থাকার লড়াই তাদের এ কাজে বাধ্য করছে। এ যাত্রায় আমার ওয়ার্ড থেকে সাতজন লিবিয়া গেছে। নৌকায় ইতালি যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হয়েছে। এটি বন্ধ হওয়া দরকার’ -বলে তিনি মন্তব্য করেন।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, নিহত দু’জন ও নিখোঁজদের বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ে তথ্য পাঠানো হয়েছে।

লখন্ডা গ্রামের শাহজালাল মিয়া ও ইমাম হোসেন বলেন, বিদেশগমন সংক্রান্ত সচেতনতার পাশাপশি, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। এছাড়া বিদেশে বৈধ অভিবাসন সুযোগ বাড়ানো ছাড়া এ মৃত্যুর মিছিল থামানো যাবে না।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান অধিদপ্তরে গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ষষ্টীপদ রায় বলেন, বৈধ অভিবাসন সুযোগ সরকার সৃষ্টি করেছে । সরকারিভাবে বৈধ পথেই ইটালী যাওয়া যায় । এ ব্যাপারে আমরা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক সভা-সমাবেশ করছি। তারপরও মানুষ অবৈধ পথে ইতালি যাচ্ছে। মৃত্যুর ঘটনা ঘটছে। এটি দুঃখ জনক। আমার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো।

নারায়ণগঞ্জের বন্দরে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পাঠদান বন্ধ

গাজীপুরে কয়েল কারখানার আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে

লিবিয়ায় ৩ যুবককে গুলি: লাশ সাগরে, পালিয়েছে দালাল পরিবার

বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে রায়পুরায় মতবিনিময় সভা

গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নারীর মৃত্যু

সালথায় প্রথমবার চাষিদের পাটবীজ চাষেই বাজিমাত

মধুমতির ভাঙনে বিলীন ১০ গ্রামের শতাধিক ঘরবাড়ি

হেলেন জেরিন খানের মনোনয়ন দাবিতে রাজৈরে গণমিছিল