ফরিদপুর জেলার ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী আস্থাভাজন দুই যুবলীগ নেতা আজাদ চোকদার ও উজ্জ্বল মিয়াসহ আওয়ামী লীগের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন।
পুলিশ জানায়, সরকারবিরোধী লকডাউন কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে নাশকতা চালিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা চালায়। ঘটনার সাথে জড়িত অপরাধীদের ভিডিওচিত্র শনাক্তকরণের মধ্যে দিয়ে শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযান পরিচালনাকালে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া থেকে আজাদ চোকদারকে ও হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ বাজার থেকে যুবলীগ নেতা উজ্জলকে আটক করা হয়। একই রাতে পুলিশ বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের আরও ২০ নেতাকর্মীকে আটক করে। পুলিশের হাতে আটককৃতরা লকডাউন কর্মসূচিসহ গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ আলগী ও হামিরদী ইউনিয়ন আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণার নামে সরকারি স্থাপনা দুটি থানা ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি রয়েছে বলে জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির একদিন আগে নিক্সন চৌধুরীর আজিম নগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার সৌদি আরব প্রবাসী টিটু সরদারের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ পেট্রলবোমা ও বোমা তৈরির তিন কারিগরকে আটক করে পুলিশ। আটক তিনজনকে পুলিশের জিজ্ঞাসাবাদ নিক্সন চৌধুরী গানম্যান মুরাদ তাদের বোমা তৈরির জন্য ঢাকা থেকে ভাড়ায় এনেছিল বলে স্বীকারোক্তি করে। লকডাউন কর্মসূচি চলাকালে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ লিঙ্ক সড়কে পরিত্যক্ত একটি লাগেজ তল্লাশি চালিয়ে তাজা ৩২টি বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে গোটা এলাকায় সাধারণ জনগণের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।