হোম > সারা দেশ > ঢাকা

শাল-গজারির বনে হারিয়ে যাচ্ছে ‘আনাইগোটা’

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে শাল-গজারি বনাঞ্চলে হারিয়ে যাচ্ছে শিশু-কিশোরদের প্রিয় বুনোফুল ‘আনাই’ বা ‘আনাইগোটা’। বন উজাড় ও সামাজিক বনায়নের প্রভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে চেনা-অচেনা গাছপালা, লতা-পাতা ও গুল্ম জাতীয় উদ্ভিদ। একসময় ঝোপ-জঙ্গলে ঘুরে ঘুরে সংগ্রহ করে এক থেকে দুই টাকা সের দরে বিক্রি হতো এই ফল।

আবার অনেক শিশু-কিশোর নিজেরাই বনে গিয়ে ফল সংগ্রহ করে খেত। কেউ কেউ বাজারেও বিক্রি করত এই ফল। কিন্তু আজ এই ফলের অস্তিত্ব প্রায় বিলুপ্ত।

বনাঞ্চলের বসবাসকারী বাসিন্দারা জানান, আমাদের সময় সবাই আনাই ফল চিনত। এখন পাহাড় ও বনজঙ্গলে এ গাছ আর পাওয়া যায় না। নতুন প্রজন্ম তো জানবেই না, এমন কোনো ফল ছিল। কালের বিবর্তনে আর বন উজাড়ের ধারাবাহিকতায় একে একে হারিয়ে গেছে প্রাকৃতিকভাবে জন্মানো এই ফলগুলো।

জানা যায়, আনাই হলো কুল বা বরই গোত্রের একটি বুনো প্রজাতির ফল। স্থানীয়ভাবে একে ‘আনাই’, ‘আনাইগোটা’, ‘আনিগোলা রাগবরই’ কিংবা ‘জংলি বলি’ নামেও ডাকা হয়। পাকা ফলের ঘ্রাণ তীব্র, আকৃতিতে ছোট গোলগাল, পাখি ও বুনোপ্রাণিদের অন্যতম খাদ্য। তবে বর্তমানে মিষ্টি ও বাণিজ্যিক জাতের কুলের চাপে এসব বুনোফল হারিয়ে যাচ্ছে।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে বরইয়ের মোট ১২টি প্রজাতি রয়েছে। এরা হলো: আনাই, ব্রম্ননি, পাপড়িহীনা, বনবোগুরি, লাব্রা, রাতা, শিয়া, পলেন, বঢা, জাইলো, কুরকুরি ও কুল বলি। এক সময় গ্রামীণ জঙ্গল ও বনাঞ্চলে এসব প্রজাতির গাছ হরহামেশা দেখা যেত। কিন্তু বর্তমানে সেগুলোর অনেককেই আর খুঁজে পাওয়া যায় না।

এদিকে এখন কচুয়া, আপেল, বাউল, কাশ্মীরি, বলসুন্দরী ইত্যাদি নানা জাতের কুল বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। মানুষ যদিও আজকাল এসব জংলি বরই না খেলেও পাখি ও বুনোপ্রাণীরা এগুলোর উপর নির্ভর করেই বাচে। তাই এসব গাছ সংরক্ষণ করা জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি।

সরকারিভাবে প্রকৃতি ও বন্যপ্রাণির স্বার্থে এখনই উদ্যোগ না নিলে আনাইয়ের মতো আরও অনেক ফল ও উদ্ভিদ হয়তো একদিন শুধুই স্মৃতির পাতায় রয়ে যাবে।

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে জাহিদ-হৃদয়

খাল দখল করে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী

র‍্যাবের ডিএডি মোতালেবের কুমিল্লার বাড়িতে মাতম

রায়পুরায় স মিলের ভেতর থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার

রঙিন কপি চাষে সফলতা

বিএনপি প্রার্থী টুকুর সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলা, আহত ২