আল্লাহকে নিয়ে কটূক্তি
মানিকগঞ্জে জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বাউল শিল্পী আলিম, আরিফুল ও জহিরুল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে আবুল সরকারের ফাঁসির দাবিতে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাস-স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে জনতা। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে দক্ষিণ সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হয়।
এদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিতে কয়েকজন বাউল ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে জনতার মিছিলের অংশগ্রহণকারীরা তাদের ধাওয়া করে হামলা চালায়। এতে বাউল সম্প্রদায়ের তিনজন আহত হন। একই ঘটনায় বাউল সমর্থকদের পাল্টা হামলায় জনতার দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।