ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসে টেলিভিশন দেখাকে কেন্দ্র করে এক সাধারণ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে। মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম ওয়ায়েজ করনী। সে ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আর অভিযুক্ত ছাত্রদল নেতা কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ অপু।
মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর ওসমানী স্টেডিয়াম এলাকায় অবস্থিত ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেলিভিশনের ভলিউম কমানোকে কেন্দ্র করে করনীকে লাঞ্ছিত করেন ছাত্রদল নেতা অপু। বিষয়টি ছড়িয়ে পড়লে ছাত্রাবাসে উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি হয়।
ঘটনার পরই পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান হোস্টেল সুপার আনোয়ারুল ইসলাম ও তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া। পরে আলোচনার মাধ্যমে ঘটনাটি ‘মীমাংসা’ করা হয় বলে জানান তারা।
তবে ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এখনও ক্ষোভ বিরাজ করছে। অনেকেই অভিযুক্ত ছাত্রদল নেতা অপুর বহিষ্কার দাবি করছেন। তাঁদের অভিযোগ, ছাত্রাবাসে রাজনৈতিক পরিচয়ের জোরে ক্ষমতার অপব্যবহার বাড়ছে, যা শিক্ষার পরিবেশ নষ্ট করছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বা অভিযুক্ত ছাত্রদল নেতার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কলেজ শাখা ছাত্রদল সভাপতি মনির হোসেন জিয়া জানান, রাতেই হল সুপার বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। আমরা এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছি। অভিযুক্ত হলে ছাত্রদল নেতার ব্যাপারে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেবো। ব্যক্তির দায় সংগঠন বহন করবে না।
শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত তদন্ত ও ছাত্রাবাসে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন।