হোম > সারা দেশ > ঢাকা

চরাঞ্চলের ৩ হাজার একর জমি রক্ষায় কঠোর আন্দোলনের ঘোষণা

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ও এখলাছপুর ইউনিয়নের সাত মৌজার তিন হাজার একর কৃষিজমিকে বেআইনিভাবে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কার্যক্রম চালানোর বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে মোহনপুর ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচিতে আন্দোলনের ঘোষণা দেয়া হয়।

এসময় বক্তব্য রাখেন প্রফেসর রূপ নারায়ণ, ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন, নজরুল ইসলাম, খোকন বেপারী, আনছার সৈয়াল, মো. মিলন মুন্সি, বোরহান মিয়াজি, ইকবাল মাঝি, রানু বেগম ও মনির হোসেন গাজি।

বক্তারা বলেন, ‘বাহেরচর, চরওয়েষ্টার নাছিরার কান্দি, দিয়ারা বোরচর, নাপিত মারা, উত্তর বাহেরচর ও দক্ষিণ বোরচর—এ ৭টি মৌজার প্রায় ৩০৩৭.৮৫ একর কৃষিজমিকে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলের জন্য লীজ দেওয়ার প্রক্রিয়া চলছে। অথচ এসব জমি বহু বছর ধরে কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। তা নিয়ে উচ্চ আদালতের স্থিতাবস্থা (Status-quo) আদেশও বলবৎ রয়েছে।’

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুস সালাম বলেন, ‘সরকার উন্নয়নের নামে সাধারণ কৃষকের জমি কেড়ে নিচ্ছে। হাজার হাজার কৃষক পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ভূমি রক্ষায় আমরা শেষ পর্যন্ত আইনি ও সাংবিধানিক আন্দোলন চালিয়ে যাবো।’

মানববন্ধন শেষে বক্তারা ঘোষণা দেন, অবৈধ লীজ প্রক্রিয়া ও আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে, প্রয়োজনে ঢাকায়ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কম্পাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরণ

অষ্টগ্রামে রাস্তা ছাড়াই ‘ভূতুড়ে’ সেতুতে চরম জনভোগান্তি

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ. লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ে বিএনপির ২০ নেতা বহিষ্কার

এবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের কবরে গোবিন্দ প্রামানিক