রাজৈরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া রাজারাম মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে রাজৈর ও মাদারীপুরের কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা সরেজমিনে দেখা হয়েছে। রাজৈরে তিনটি ও মাদারীপুরের আরো কয়েকটি ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যেগুলোর সংরক্ষণ এখন জরুরি। এসব স্থাপনা সঠিকভাবে রক্ষা করা হলে ইতিহাস ও ঐতিহ্য টিকে থাকবে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসন এ বিষয়ে সক্রিয় রয়েছে। জেলা প্রশাসক উপস্থিত আছেন, এলজিআরডি সচিবও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। স্থানীয় জনগণ সহযোগিতা করলে সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা কঠিন হবে না। ইনশাআল্লাহ কাজগুলো দ্রুত সম্পন্ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন এলজিআরডি সচিব মাকসুদুল আলম, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতেমা আজরিন তন্বী, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে উপদেষ্টা খালিয়া ইউনিয়ন পরিষদের ভূমি অফিস ও কদমবাড়ি ইউনিয়ন ভূমি অফিস ঘুরে দেখেন। এ সময় তিনি সরকারি স্থাপনাগুলো সুরক্ষা ও সংরক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।