হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার করুণ অবস্থার জন্য পলাতক হাসিনা দায়ী: রিপন

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

বেগম খালেদা জিয়ার আজকের শারীরিক করুণ অবস্থার জন্য পলাতক শেখ হাসিনা সরাসরি দায়ী— এ মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা অডিটোরিয়ামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. রিপন বলেন, খালেদা জিয়াকে ধীরে ধীরে নির্মূল করার উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো মামলায় হয়রানি করা হয়েছে। আদালতে হাজিরা দিতে কখনো পায়ে হাঁটতে বাধ্য করা হয়েছে।

কারাগারে নেওয়ার তিন মাস পর তাকে পিজি হাসপাতালে পায়ে হেঁটে যেতে হয়েছে। এরপর ধীরে ধীরে তার হাত-পা অবশ হয়ে আসে—এটাই প্রমাণ করে তাকে স্লো পয়জন দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহর রহমত এবং জনগণের বদদোয়ার কারণে আজ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে আছে, আর বেগম জিয়া এখনো দেশের মাটিতেই আছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে আজ দেশের কোটি কোটি মানুষ দোয়া করছে। তিনি বেঁচে থাকলে গণতন্ত্র বাঁচবে, দেশ বাঁচবে—এটাই আমাদের বিশ্বাস।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া, আহ্বায়ক—মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য, টংগিবাড়ী থানা বিএনপি পরিবারের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করে দোয়া মাহফিল শেষ হয়।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল

কালিয়াকৈরে পোশাক কারখানায় একসাথে ৩ শতাধিক শ্রমিক অসুস্থ

খালেদা জিয়ার এই অবস্থার জন্য পলাতক হাসিনা দায়ী

ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে প্রধানমন্ত্রী না হতে পারলে দুই কূলই হারাবেন

শিবপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

আখেরি মোনাজাতে শেষ হলো পাঁচ দিনের জোড় ইজতেমা

মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুবলীগ নেতার যুবদলে যোগদান

রাজবাড়ীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার