হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে ৭ ইউপি মেম্বারের আ. লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা

ওসির কাছে আবেদন

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর থানার ওসির কাছে আবেদন করে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৭ সদস্য। সোমবার (২৪ নভেম্বর) রাতে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) মোস্তফা কামালের কাছে এ আবেদন করেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

পদত্যাগকারী ওই ইউপি সদস্যরা হলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. কবির মোল্যা, ২নং ওয়ার্ড সদস্য মো. জাহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য ঈমান আলী, ৪নং ওয়ার্ড সদস্য মো. সাদিকুর রহমান সাদেক, ৬ নং ওয়ার্ড সদস্য মো. মজিবর ফকির, সংরক্ষিত ১,২, ও ৩ নং ওয়ার্ড সদস্য রেহানা আক্তার লাকী এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য হেনা আক্তার।

আবেদনে তারা উল্লেখ করেন, আমরা নিন্ম স্বাক্ষরকারী ০৮ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য জনপ্রতিনিধিগণ লিখিতভাবে আমার আপনাকে অবগতি করেতেছি, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর শাখার কোন প্রকার কার্যক্রমে বর্তমানে জড়িত নই এবং ভবিষ্যতে থাকিব না।

ওসির কাছে জমা দেয়া আবেদনপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর থেকে এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

২নং ওয়ার্ড সদস্য মো: জাহিদুল ইসলাম বলেন, এভাবে আমাদের ওসির কাছে আবেদন দেয়াটা উচিত হয়নি। এটি একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিলো। আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করছি।

১নং ওয়ার্ড সদস্য মো. কবির মোল্যা বলেন, বিগত দিনে আওয়ামী লীগ একটি শুদ্ধ রাজনৈতিক দল ছিল। যে কারণে আমরা আওয়ামী লীগের রাজনীতি করতাম। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাই এই দলের রাজনীতির সাথে যুক্ত থাকলে হয়তো আমাদের পরিষদ থেকে দূরে থাকতে হতে পারে। এতে জনগণের ভোগান্তি হতে পারে ধারণা করে আমরা ওসির কাছে আবেদন করেছি যে এই দলের সাথে আর সম্পৃক্ত থাকবো না।

তবে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল আবেদন পাওয়ার কথা অস্বীকার করে বলেন, তার আমার থানায় এসেছিলেন। এসময় তাদের কাছে এলাকার খোঁজ খবর নিলে তারা জানায় পরিস্থিতি ভালো রয়েছে। তবে আমি কোন আবেদন পাইনি এবং তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে সে বিষয়টি আমার জানানেই।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধামরাইয়ে দোয়া মাহফিল

গাজীপুরে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

আ. লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আর কোন ফ্যাসিবাদের স্থান হবে না: মামুনুল হক

মাটিকাটা বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

দেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেব না: মামুনুল হক

সালথায় বিরল প্রজাতির মেছো বিড়ালের তিন বাচ্চা উদ্ধার

সিংগাইরে রাতের আঁধারে রাস্তায় মিলল লাশ

বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৬ নেতার পদত্যাগ নিয়ে তোলপাড়

ডাকাতি আর চুরি-ছিনতাইয়ে অতিষ্ট এলাকাবাসী, নির্বিকার পুলিশ