হোম > সারা দেশ > ঢাকা

শাকসুতে ২৮ দফা ইশতেহার ঘোষণা ছাত্রশিবির প্যানেলের

দীর্ঘ ২৮ বছর পর নির্বাচন

প্রতিনিধি, শাবিপ্রবি

ছবি: আমার দেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন সামনে রেখে ২৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া শাকসু নির্বাচনের প্রেক্ষাপট সামনে রেখে শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশার ভিত্তিতেই এ ইশতেহার প্রণয়ন করা হয়েছে বলে দাবি প্যানেলটির।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার তুলে ধরেন প্যানেলের ভিপি পদপ্রার্থী দেলওয়ার হাসান শিশির ও জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম।

ইশতেহারে জুলাই কর্নার স্থাপন ও জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের বিচার নিশ্চিতকরণ, একাডেমিক ক্যালেন্ডারে শাকসু অন্তর্ভুক্তকরণ, শতভাগ আবাসন নিশ্চিত করতে সর্বোচ্চ উদ্যোগ এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবহনব্যবস্থা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য সংরক্ষণের অঙ্গীকার করা হয়।

এছাড়া গবেষণা কার্যক্রম সমৃদ্ধকরণ, দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন, উদ্ভাবন ও সফট স্কিল বৃদ্ধি, উচ্চশিক্ষা মেন্টরিং, আন্তর্জাতিক সংযোগ জোরদার, টিউশন অ্যাপ চালু, বৃত্তি কার্যক্রম, স্মার্ট সলিউশন ও প্রযুক্তিগত সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা এবং দুর্নীতিমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার কথাও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।

নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও মর্যাদাপূর্ণ ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, অনলাইনে নারীদের নিরাপত্তায় সাইবার সেল গঠন, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, র‌্যাগিং ও হয়রানিমুক্ত শিক্ষাঙ্গন, আইনি সেবা ও মানবাধিকার সুরক্ষা, পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস গঠনের প্রতিশ্রুতিও ইশতেহারের দফাগুলোর মধ্যে রয়েছে।

ইশতেহার ঘোষণাকালে ভিপি পদপ্রার্থী দেলওয়ার হাসান শিশির বলেন, “দীর্ঘ ২৮ বছর পর আমাদের কাঙ্ক্ষিত শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ২৮ বছরের সঙ্গে মিল রেখে এবং শাবিপ্রবির শিক্ষার্থীদের বাস্তব চাহিদা বিবেচনায় আমরা ২৮ দফা ইশতেহার ঘোষণা করেছি।”

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজমান।

শ্রীপুরে পুলিশের ওপর হামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

চলন্ত বাসে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক তিন

কেরানীগঞ্জে মা-মেয়ে হত্যার ১৬ দিন পর লাশ উদ্ধার

মোবাইল ব্যাংকিং ডিএসআরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই

ফরিদপুরে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁদাবাজির মামলায় যুবদল কর্মী গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় এনসিপি প্রার্থীর জিডি

আমার দেশ প্রতিনিধি আকরাম হোসেনকে হুমকি, থানায় জিডি

এনসিপি প্রার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ১

আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু