হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় থাকতে মরিয়া শরীয়তপুর

প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরবাসী ঢাকার সঙ্গে মেলবন্ধনেই থাকতে চায়। ফরিদপুর বিভাগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত হতে চায় না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহরের চিকন্দি ফুট পার্কে এক সংবাদ সম্মেলনে এমন আকাঙ্ক্ষাই ফুটে উঠেছে।

শরীয়তপুরকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবিতে এ সংবাদ সম্মেলন করেছে ‘জাগো শরীয়তপুর’ নামে একটি সংগঠন।

এতে শরীয়তপুর জেলা ছাত্রদল, ইসলামি ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ও সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম হলেও ফরিদপুর অনেক দূরে। জেলার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, দাপ্তরিক কার্যক্রমসহ সব কিছু ঢাকাকেন্দ্রিক। তাই শরীয়তপুরবাসী ঢাকার সঙ্গে মেলবন্ধনে থাকতে চায়। ফরিদপুর বিভাগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত হতে চায় না।

জাগো শরীয়তপুর সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব এসেছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এটি হলে জেলার মানুষ বঞ্চিত হবে। আমাদের দাবি মানা না হলে আমরা কঠিন আন্দোলনে নামব।

জাগো শরীয়তপুর সদস্য ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হাওলাদার বলেন, শুধু প্রশাসনিক বিভাজনের অজুহাতে আমাদের ঢাকার কাছ থেকে দূরে সরানো হবে—এটা মানা যায় না। ফরিদপুরে যুক্ত করলে শরীয়তপুরবাসী ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই ঢাকার সঙ্গেই থাকি।

জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, আমাদের জেলার প্রতিটি মানুষের জীবন-জীবিকা ঢাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্কুল-কলেজ থেকে শুরু করে উন্নত চিকিৎসা-সব কিছুর জন্য ঢাকায় ছুটতে হয়। ফরিদপুরের সঙ্গে আমাদের এমন কোনো সম্পর্ক নেই। তাই আমরা ঢাকার সঙ্গেই থাকতে চাই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের কাছে দাবি জানানো হলেও যদি শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে যুক্ত করা হয়, তবে শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরিচয় গোপন করে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেপ্তার

বিদেশি পিস্তল ও গুলিসহ নাসিম ওসমানের ছেলের সহযোগী গ্রেপ্তার

ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতন-ভাতার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

বিএনপি-জামায়াত জোটের প্রার্থী থাকলেও ভোটে জটিল সমীকরণ

টুঙ্গিপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ১

নড়িয়ায় বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশ–সেনাবাহিনী

মহিলা জামায়াতকর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

আওয়ামী ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ায় নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা নেই

টঙ্গীতে বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩