হোম > সারা দেশ > ঢাকা

আমরা বিভেদ চাই না, মিলেমিশে থাকতে চাই: আফরোজা খান রিতা

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, বিগত সতের বছর হামলা-মামলাসহ নানা দুশ্চিন্তার মধ্যে দিন অতিবাহিত করেছি। ছেলে-মেয়েসহ পরিবার-পরিজনের সঙ্গে একসাথে রাত কাটাতে পর্যন্ত পারিনি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তা পার করেছি। আমরা বিভেদ চাই না, মিলেমিশে থাকতে চাই। ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে আনতে হবে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার হলপাড়া ছাত্র ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত ১৩তম বাৎসরিক গাওয়ালে শিন্নি মোবারক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এবারের কঠিন নির্বাচনে প্রতিপক্ষ যে ভাবেই থাকুক, নিজেদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। জনগণের জন্য সাহস ও শক্তি এনে একটা আস্থা ও ভালবাসার জায়গা তৈরি করতে হবে। দলের ক্ষতি হবে এমন কাজ করা যাবে না। সবাইকে সজাগ থাকতে হবে। অন্যথায় দলে জায়গা হবে না।

অনুষ্ঠান শেষে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আবদুল কদ্দুস খান মজলিস মাখনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা জজ কোটের জি পি আবদুল আউয়াল খান, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব, সাটুরিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমীর হামজা, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাকি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোহসিন উজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শামীমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা-২০ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গিয়াস ও শাহ আলমকে বিএনপি থেকে বহিষ্কার

শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন, দুর্ভোগে শ্রমজীবী মানুষ

অশ্রুসিক্ত ভালোবাসায় আপ্লুত বিদায়ী প্রধান শিক্ষক পলাশ

টানা তিনদিন নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী

ভাঙ্গায় আ. লীগের সাংগঠনিক সম্পাদকের বিএনপিতে যোগদান

ঢাকা-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আমান উল্লাহ আমান

জামায়াত ক্ষমতায় গেলে উন্নয়নের নামে লুটপাট বন্ধ হবে: ড. জাহাঙ্গীর আলম

পৃথক অভিযানে আ. লীগ-যুবলীগের চার নেতা গ্রেপ্তার