হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমা ময়দানে আরো এক মুসল্লির মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে জোড় ইজতেমায় মুসল্লিরা

গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দানে মারা গেছেন আরো এক মুসল্লি। শনিবার ভোরে স্ট্রোকে মারা যান তিনি। নিহত আশরাফ আলী (৬০) জামালপুর জেলার সদরের কেন্দুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। এরআগে শুক্রবার ভোরে শুরু জোড় ইজতেমা শুরু হয়। আজ দুপুর পর্যন্ত মোট মারা গেছেন ৩ জন মুসল্লি।

বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, আশরাফ আলী সাথীদের সাথে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান করছিলেন। রাতে তিনি ঘুমিয়ে পড়লে ভোরে সাথীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঘুমের মধ্যে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন বলে খিত্তার জিম্মাদাররা ধারণা করছেন।

এদিকে আজ শনিবার দেশ-বিদেশের লাখো মুসল্লির অংশগ্রহণে ৫দিনের জোড় ইজতেমার দ্বিতীয় দিনে তাবলীগের শীর্ষ মুরুব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান, তাসবিহ তাহলিল ও জিকির আসকারের মধ্যদিয়ে অতিবাহিত করছেন সমবেত মুসল্লিরা।

জোড় ইজতেমার দ্বিতীয় দিন বাদ ফজর বয়ান করেন ভারতের আলীগড়ের মাওলানা উবাইদুল্লাহ, বাদ আসর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ভাই হাসমত ও বাদ মাগরিব বয়ান করবেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, জোড় ইজতেমায় আগত মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন। জোড় ইজতেমাকে ঘিরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

প্রসঙ্গত: আগামী ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে শুরায়ী নেজামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৫দিনের জোড় ইজতেমা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যেকােনো সুবিধাজনক সময়ে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ. লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ে বিএনপির ২০ নেতা বহিষ্কার

এবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের কবরে গোবিন্দ প্রামানিক

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

ধামরাইকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত করব : মুফতি আশরাফ

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গোলাবারুদ উদ্ধার