হোম > সারা দেশ > ঢাকা

মাইকে ঘোষণা দিয়ে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাইকে ঘোষণা দিয়ে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল আহমেদ (৩২) উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২-১৩টি মামলা রয়েছে।

এলাকাবাসী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোহেল গা ঢাকা দেয়। তবে সম্প্রতি এলাকায় এসে আবারো চাঁদাবাজি শুরু করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোহেলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, বিগত দিনে ইউপ সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর উপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্দ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। লাশ জেনারেলে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

নিহতের শ্বাশুড়ি নাসরিন আক্তার জানান, আমি আমার মেয়ের জামাতা সোহেলকে নারায়ণগঞ্জ আমার বাসায় তালাবদ্ধ করে রাখি। সে তালা ভেঙে গ্রামে চলে আসে। এরপর ঘটে এই দুর্ঘটনা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী রিয়াজ আহমেদ জানান, সোহেল বালিয়াপাড়া গ্রামে আসার খবর পেয়ে এলাকায় মাইকিং করে জনগণকে আসতে বলা হয়। পরে শত শত গ্রামবাসী এসে তাকে গণপিটুনি দেয়।

সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, চাঁদাবাজি আর মাদক ব্যবসার কারণে সোহেলের প্রতি এলাকার সকল মানুষের ক্ষোভ ছিল। সেই ক্ষোভের কারণেই সোহেলেকে গণপিটুনি দেয় জনতা। বিকেল ৩টার দিকে থানা থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

মেহেদী ইসলাম জানান, গত কয়েকদিন ধরে বালিয়াপাড়া গ্রামের শরীফ, সাইফুল ও তাদের বোন শাহিনুরের কাজ থেকে চাঁদা দাবি করে আসছিল।

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

আড়াইহাজারে নির্বাচনি কেন্দ্র পরিদর্শন ডিসির

টঙ্গীতে গুলি করে বিকাশ এজেন্টের ৫০ লাখ টাকা লুট, আহত ২

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৯ বছরের শিশুর

সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

শীতের আগুনেই নিভে গেল বৃদ্ধার একাকী জীবনের প্রদীপ

হাদির ওপর গুলির প্রতিবাদে রাজৈরে বিক্ষোভ

কেরানীগঞ্জে আগুনের ঘটনায় উদ্ধার ৪২, সেনা-বিজিবি মোতায়েন