হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে ওরসের নামে বাউল গান বন্ধের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে ওরসের নামে চলমান বাউল গান বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন তৌহিদি জনতা। সোমবার সকাল ১১টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামের কড়ইতলা তালতলা বাজার সংলগ্ন আড়াইহাজার-টু-বিশনন্দী ফেরিঘাট সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কড়ইতলা এলাকার একটি মাজারে ওরসের নামে গান-বাজনা, মদপান, জুয়ার আসর, মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলে আসছে। এসব কর্মকাণ্ডের ফলে স্থানীয় যুব সমাজসহ নারী-পুরুষ নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা। ওরসের নামে অনৈতিক কার্যকলাপ কোনোভাবেই মেনে নেয়া হবে না। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা এবং তৌহিদি জনতার পক্ষ থেকে ভবিষ্যতে অসামাজিক কাজ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালদী বাজার মসজিদের ইমাম মাওলানা আশেক এলাহী, শানে সাহাবা নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, শানে সাহাবা আড়াইহাজার উপজেলার প্রচার সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ কাসেমী এবং বিশনন্দী কড়ইতলা মসজিদের ইমাম রেজাউল করিম। মানববন্ধনে স্থানীয় আলেম-ওলামাসহ তৌহিদি জনতা অংশ নেন। এর আগে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে একটি লিখিত অভিযোগ দেয়া হয়। এদিকে মানববন্ধন চলাকালীন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। উত্তেজনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত আগামী ৫, ৬, ৭ ডিসেম্বর আড়াইহাজার উপজেলার কড়ইতলা গ্রামের বিল্লাল ফকিরের বাড়িতে তিন দিনব্যাপী বাউল গান অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

আচরণ বিধি লঙ্ঘন করলে সরাসরি প্রার্থীতা বাতিল- নির্বাচন কমিশনার আনোয়ারুল

পদ্মার ১৮ কেজির কাতল ৪৩ হাজারে বিক্রি

বালিয়াকান্দিতে কিশোরীর আত্মহত্যা, লাশ উদ্ধার

গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিকিউরিটি গার্ডকে হাত-পা বেঁধে হত্যা, লাশ উদ্ধার

ভাঙ্গায় পিকআপ-লরি সংঘর্ষে নিহত ১

ইতি বেগমের জীবনের ইতি ঘটলো বস্তাবন্দি লাশ হয়ে

জামায়াত ক্ষমতায় গেলে সকলের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গী প্রেসক্লাবে দোয়া মাহফিল

তিন চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল