হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ১০০টি ওয়েস্ট বিন স্থাপন

স্টাফ রিপোর্টার

“নারায়ণগঞ্জ শহর, আমাদের বাড়ি — সচেতন হই, পরিষ্কার করি” এই স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাইরে ফতুল্লা সদর উপজেলার প্রতিটি ওয়ার্ডে দুটি করে ওয়েস্ট বিন স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার সদর উপজেলার ফতুল্লা বাজারে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। ফতুল্লা ইউনিয়নের সর্বত্র থেকে ময়লা ও আবর্জনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ন্যূনতম দুটি করে ওয়েস্ট বিন বসানো হবে, যাতে জনগণ সহজে ময়লা ফেলতে পারেন।

তিনি আরও বলেন, যদিও আজ থেকে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। একটি বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’-এর মাধ্যমে রাস্তাঘাটে স্তুপ আকারে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলার জন্য ইউনিয়নের বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

ধাপে ধাপে জেলার প্রতিটি ইউনিয়নে ফতুল্লা মডেলের আদলে একইভাবে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু করা হবে। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের বিস্তার নিয়ন্ত্রণ এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম আরও বলেন, “নারায়ণগঞ্জ জেলা আমাদের সকলের। এ জেলাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রশাসনের পাশাপাশি সকল নাগরিকের আন্তরিকতা ও সচেতনতা একান্তভাবে প্রয়োজন।”

“আমরা গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচিকে স্থায়ী ও টেকসই রূপ দিতে বদ্ধপরিকর। এই কর্মসূচির আওতায় জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনায় একাধিক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।”

নাগরিকদের সচেতন করার জন্য ৩৫ টি সাইনবোর্ড,২,০০০ লিফলেট এবং বিভিন্ন এলাকায় মাইকিং করার কথাও উল্লেখ করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা শিরিন প্রমুখ।

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কম্পাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরণ

অষ্টগ্রামে রাস্তা ছাড়াই ‘ভূতুড়ে’ সেতুতে চরম জনভোগান্তি

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ. লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ে বিএনপির ২০ নেতা বহিষ্কার

এবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের কবরে গোবিন্দ প্রামানিক