ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার ফজরের নামাজের পরপর এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ করেছে আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিয়া বাসস্ট্যান্ডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও ভাঙ্গা-মাওয়া মহাসড়কে আলগী ইউনিয়নের শুয়োদি বিশ্বরোডে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
একই চিত্র দেখা গেছে ভাঙ্গা-ফরিদপুর বরিশাল মহাসড়কে পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায়। শত শত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। দূরপাল্লার যানবাহন চলাচলে চরম বিঘ্নতার ফলে ঢাকা-মাওয়া, ঢাকা-ফরিদপুর ও বরিশাল মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পড়ে যাত্রীরা। একই সময়ে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়তক, ভাঙ্গা-খুলনা মহাসড়ক ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গোটা উপজেলার বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের টহল টিমের পাশাপাশি সংশ্লিষ্টরা মাঠে রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ মাঠে নেই।
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লার নেতৃত্বে পৌরসভার পৌর বটতলা মোড়ে এবং বাজার পাড়ের বাসস্ট্যান্ড সংলগ্ন মাদ্রাসা চত্বরে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানিয়েছেন, লকডাউন কর্মসূচি উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও মিছিল করলেও পুলিশের তৎপরতায় মাঠে অবস্থান করতে পারেনি। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।