হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আ.লীগের ব্যারিকেড সরালো বিএনপির নেতাকর্মীরা

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর সংলগ্ন স্থানে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে শিবচর-ভাঙ্গা সীমানা এলাকা ও কুতুবপুরের শিবচর-শরিয়তপুর সীমানায় এই ব্যারিকেড দেয়া হয়। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যাও।

জানা গেছে, বৃহস্পতিবার আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্যনগর সংলগ্ন ভাঙ্গা উপজেলার অংশে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে রাতে মাদারীপুর শবচরের সিমানা এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। তবে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

শিবচর উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন খান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসি। আমাদের নেতাকর্মীরা গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। এখন মহাসড়কে কোন সমস্যা নেই। এছাড়া আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি, ভোরে মহাসড়কের দুটি স্থানে সড়ক অরবোধ করার। আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি। আমাদের হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ফতুল্লায় শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর মেম্বার গ্রেপ্তার

পূর্ব শত্রুতার জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

সিদ্ধিরগঞ্জে যুবকের লাশ উদ্ধার

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে: আদিলুর

প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ উপদেষ্টা আদিলুরের

আওয়ামী অধ্যুষিত জনপদে মুখোমুখি বিএনপি-জামায়াত

চেক জালিয়াতি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ঘন কুয়াশায় আবারো বন্ধ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল

হাদী হত্যার বিচার চেয়ে দান বাক্সে চিরকুট