হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আ. লীগের ৫ নেতার পদত্যাগ

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে আওয়ামী-লীগের ৫ নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকালে টুঙ্গীপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী-লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী-লীগের সভাপতি তয়েব শেখ।

সংবাদ সম্মেলনে তয়েব শেখ বলেন, বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ব্যাপক অসুস্থতায় ভুগছি দীর্ঘদিন ধরে। তাই আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকবো না। আগামীতে নিরপেক্ষ ভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।

এছাড়া রবিবার (১৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল কাজী, কাজী হুমায়ন কবির ও শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক আলমগীর শেখ আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় দলীয় সব দায়িত্ব থেকে তারা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তাদের লেখা বক্তব্যে বলা হয়, আমরা আজ থেকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি নিলাম। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের স্বার্থে আগামীতেও আমরা অবিচল থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল শেখ।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন,আমি পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ১৫/১১/২০২৫ ইং তারিখ থেকে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সকল পদ থেকে অব্যাহতি নিলাম। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কম্পাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরণ

অষ্টগ্রামে রাস্তা ছাড়াই ‘ভূতুড়ে’ সেতুতে চরম জনভোগান্তি

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ. লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ে বিএনপির ২০ নেতা বহিষ্কার

এবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের কবরে গোবিন্দ প্রামানিক