হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগ একের পর এক ভুয়া নির্বাচন করেছে

জেলা প্রতিনিধি, নরসিংদী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশে একের পর এক ভুয়া নির্বাচন করেছিল। তাদের স্লোগান ছিল ‘আমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে দেব’।

বুধবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান আরও বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী দুঃশাসনের পতন হওয়ার পর দেশের মানুষ হারানো গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন।”

তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা যেন সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনে।”

পলাশ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হক ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে ড. আব্দুল মঈন খান পলাশ উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

জয়-পরাজয় নির্ধারক হতে পারে আ.লীগের ভোট

হোসেনপুরে ‎তিন যুগেও হয়নি খালের ওপর সেতু

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কম্পাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরণ

অষ্টগ্রামে রাস্তা ছাড়াই ‘ভূতুড়ে’ সেতুতে চরম জনভোগান্তি

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ. লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম