হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগ না‌ থাকলেও টুঙ্গিপাড়ার মানুষ বঞ্চিত হবে না: এসএম জিলানী

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

আওয়ামী লীগ সরকার না থাকলেও টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে না বলে আশ্বস্ত করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। গত বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসএম জিলানী বলেন, এই এলাকার প্রতিটি মানুষের নাগরিক অধিকার রয়েছে। আওয়ামী লীগ না থাকলে কেউ চাকরি পাবে না বা ভোট দেবে না এমন ধারণা ভুল। যখন আওয়ামী লীগ থাকবে না তখন আমি এলাকার মানুষের পাশে থেকে কাজ করব, এই বিশ্বাস নিয়েই বিএনপির রাজনীতি করেছিলাম।

স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, টুঙ্গিপাড়ার সন্তান হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে কত বছর বাড়িতে থাকতে পারেনি। ১৬৭টি মামলা হয়েছে। তারপরও যখন পেরেছি এলাকার মানুষের জন্য কাজ করেছি। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমার রাজনীতি করা সার্থক হবে। প্রতিহিংসার রাজনীতির দিন শেষ, এখন সম্প্রীতির বাংলাদেশ।

টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন।

সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের।

অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতারা।

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কম্পাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরণ

অষ্টগ্রামে রাস্তা ছাড়াই ‘ভূতুড়ে’ সেতুতে চরম জনভোগান্তি

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ. লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ে বিএনপির ২০ নেতা বহিষ্কার

এবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের কবরে গোবিন্দ প্রামানিক