হোম > সারা দেশ > ঢাকা

এক চিতলের দাম ১৫৩০০ টাকা

জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে নয় কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। মাছটি উন্মুক্ত নিলামে ১৪ হাজার ৪০০ টাকায় ক্রয় করেন দৌলতদিয়া ফেরি ঘাটের মাছব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি ঢাকায় মাছটি ১৫ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছেন।

শুক্রবার (০৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে আনিস হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে আনিস হালদার বলেন, নয় কেজি ওজনের বড় এই চিতল মাছটি শুক্রবার বিকেল ৪টার দিকে ধরেছি। পদ্মায় মাঝেমধ্যে এমন বড় মাছ ধরা পড়ে, তবে এমন বড় চিতল সচারাচর পাওয়া যায়না।

পরে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আনা হলে উন্মুক্ত নিলামে মাছব্যবসায়ী সম্রাট শাহজাহান মাছটি প্রতি কেজি এক হাজার ছয়শ টাকা দরে মোট ১৪ হাজার ৪০০ টাকায় কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, দরদাম করে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি প্রতি কেজি এক হাজার ছয় শ টাকা দরে মোট ১৪ হাজার ৪০০ টাকায় মাছটি কিনেছিলাম। পরে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর নিকট ১৭০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৩০০ টাকায় বিক্রি করে দিয়েছি।

গোয়ালন্দ উপজেলার মাছকর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় পদ্মায় বড় মাছগুলো বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। আগামীতে আরও বড় চিতল, পাঙাশ, রুই, কাতলা, বোয়াল ও বাগাড় মাছ ধরা পড়বে। যদি নদীতে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা যায়, তাহলে এই ধরনের বড় মাছ আরও বেশি পাওয়া যাবে।

তিনি আরো জানান, বড় মাছ সাধারণত ‘ফ্যাসন’, ‘কৌনা’, ‘কচাল’ ও ‘চাকা ওয়ালা ঘাইলা ব্যার’ জালে ধরা পড়ে।

পরিচয় গোপন করে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেপ্তার

বিদেশি পিস্তল ও গুলিসহ নাসিম ওসমানের ছেলের সহযোগী গ্রেপ্তার

ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতন-ভাতার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

বিএনপি-জামায়াত জোটের প্রার্থী থাকলেও ভোটে জটিল সমীকরণ

টুঙ্গিপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ১

নড়িয়ায় বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশ–সেনাবাহিনী

মহিলা জামায়াতকর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

আওয়ামী ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ায় নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা নেই

টঙ্গীতে বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩