হোম > সারা দেশ > ঢাকা

প্রতিটি স্কুল-মাদ্রাসায় হবে আইসিটি ল্যাব: উপদেষ্টা

জেলা প্রতিনিধি, নরসিংদী

আইসিটি উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, বিগত সরকারের সময়ে নারীদের কম্পিউটার প্রশিক্ষণ নামে হারবার প্রজেক্টের মাধ্যমে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই এই প্রজেক্ট আর থাকছে না। আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও ই-কমার্স এবং এফ কমার্সসহ ফ্রিল্যান্সিং তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি স্কুল ও মাদ্রাসায় আইসিটি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি শনিবার নরসিংদীতে আইসিটি অলিম্পিয়াড প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়াল যুক্ত হয়ে এসব কথা বলেন।

এসব ল্যাবের মাধ্যমে স্কুলের ছাত্র-ছাত্রীদের আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে পরিচিতি এবং গুণগত মানের শিক্ষা গ্রহণের জন্য প্রশিক্ষণ দেয়া হবে। প্রকৃতপক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে যে সব সার্টিফিকেট অর্জন করা হয় তা মূলত কর্মমুখী নয়, কর্ম মুখির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও বেশ কিছু সনদ অর্জন করতে হবে। এই তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের জন্য সরকারি ও বেসরকারিভাবে দেশে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, অনলাইনে বিনামূল্যে এবং স্বল্প খরচে এই তথ্য প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ নেয়া যায়।

তিনি ই-কমার্স, এফ কমার্স ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতার কথাও ব্যক্ত করেন।

নরসিংদী আইসিটি ক্লাবের আয়োজনে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ১৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কম্পাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরণ

অষ্টগ্রামে রাস্তা ছাড়াই ‘ভূতুড়ে’ সেতুতে চরম জনভোগান্তি

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ. লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ে বিএনপির ২০ নেতা বহিষ্কার

এবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের কবরে গোবিন্দ প্রামানিক