মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়ায় বিএনপির দুইপক্ষের দ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া নিহত আরিফ মীরের চাচাতো ভাই গুলিবিদ্ধ ইমরানকে (২২) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার সকাল ৬টায় এই ঘটনা ঘটে। এক সপ্তাহের ব্যবধানে একই ইউনিয়নে আরো একটি খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহতের স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী হিসেবে পরিচিত শাহ কামাল মীর, জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে সদর উপজেলা বিএনপির উজির আহমেদ ও একই ইউনিয়নের সাবেক সহ- সভাপতি আওলাদ হোসেন গ্রুপের বিরোধ চলে আসছিল।
আজ সকালে আওলাদ হোসেন মীরের অনুসারী আরিফ ও ইমরানকে নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন গুলিবর্ষণ করে এবং ককটেল হামলা চালায়। গুলিবিদ্ধ দুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার রুহুল আমিন আরিফ মীরকে মৃত ঘোষণ করেন। গুলিবিদ্ধ ইমরানকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে।
প্রসঙ্গত, এর আগে ২ নভেম্বর রাতে এই দুই গ্রুপের বিরোধে আতিক মল্লিক, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী তুহিন দেওয়ান (২২) প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এর রেশ কাটতে না কাটতে আবারো পাল্টা হত্যাকাণ্ডে মোল্লাকান্দিতে চরম আতঙ্ক বিরাজ করছে।