শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার দেশীয় শিল্পের বিকাশে হাত বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি চলমান ব্র্যান্ড সংকট থেকে উত্তরণের জন্য এটলাসের নিজস্ব ব্র্যান্ড ‘এটলাস ইভি’ ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক উৎপাদন ও বিপণনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বুধবার সকালে গাজীপুরের টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেড কারখানায় নিজস্ব ব্রান্ড ‘এটলাস ইভি’ নামক ইলেকট্রনিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের মতো একটি দেশে পরিবেশ বান্ধব ‘এটলাস ইভি’ খুবই প্রয়োজন। এটি কেবলই যানবাহন নয়, বরং ভবিষ্যতের জন্য সবুজ প্রকৃতি বান্ধব। এটি যেমন জালানি খাতে নির্ভরতা কমাবে, ঠিক তেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। এতে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষা করবে। তরুণ প্রজন্ম ও জনসাধারণের যাতায়াতে জনপ্রিয় হয়ে উঠবে। সরকার দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতার হাত প্রসারিত করছে। সরকারের লক্ষ্য বাংলাদেশের জনগণ যাতে বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করতে পারে এবং জাতীয় অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন, জুলাই বিপ্লব না হলে আমরা এমন উদ্যোগ নিতে পারতাম না ।আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদ ও হতাহতদের।
বর্তমান সরকার পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে এবং আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এটলাস বাংলাদেশের মতো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের এই উদ্যোগটি ইলেকট্রিক ভেহিকেল সংক্রান্ত জাতীয় নীতি বাস্তবায়নে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এটি কেবল আমাদের কার্বন নিঃসরণ হ্রাস করবে না, জীবাশ্ম জ্বালনির পেছনে ব্যয় হওয়া মূল্যবান বৈদেশিক মুদ্রাও সাশ্রয় করবে। এটি সাধারণ মানুষের দোরগোড়ায় পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা পৌঁছে দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল আলমসহ এটলাস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও ডিলারবৃন্দ।