হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনার রায়কে ঘিরে নিরাপত্তার চাদরে ভাঙ্গা

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায়কে ঘিরে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় নিরাপত্তা চাদরে মোড়ানো হয়েছে পৌর এলাকা থেকে শুরু করে স্পর্শকাতর জায়গাগুলতে। সোমবার সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক ভাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা সর্বশেষ পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন।

এ সময় তিনি গণমাধ্যমের কর্মীদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচিতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্ট হতে না পারে সেই লক্ষ্য জেলা পুলিশের পক্ষ থেকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের রোববার রাত থেকে মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে তিনি আরো বলেন, অপরাধীদের পরিচয় অপরাধী। তারা কোনো রাজনৈতিক দলের নয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন, ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ দিকে সোমবার মহাসড়কে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে মাঠে কাউকে দেখা যায়নি। আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিতি এবং বিশেষ তদারকির ফলে সড়ক অবরোধ মিছিল বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার খবর জানা যায়নি। স্বাভাবিক জীবনযাত্রায় জনগণের চলাচলের পাশাপাশি দূরপাল্লার সকল ধরনের যানবাহন ও স্থানীয় যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে।

এছাড়াও সকাল থেকে রাজপথের গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দলবদ্ধ হয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অবস্থান করতে দেখা গেছে। পৌরসভার নতুন ভবন বটতলা মোড়ে, দক্ষিণ পাড়ের বাসস্ট্যান্ড, পুখুরিয়া, মালি গ্রাম, মুনসুরাবাদ ও সুলনা বাজার বিশ্বরোডে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সদস্যদের মোতায়েন করা হয়েছে। র‍্যাব, আর্মি, বিজিবিসহ পুলিশের ভ্রাম্যমান টিম আজ সারাদিন মাঠে অবস্থান করবে বলে দৈনিক আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন।

টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথবাহিনীর তল্লাশী

টঙ্গীতে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নাগবাড়ীতে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১০

ধানের শীষ কেড়ে নিতে বিএনপির বিদ্রোহী এখন জামাল চৌধুরী

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের পর এবার খালেদা জিয়ার জানাজায় মাদারীপুরের ১১০ বছরের বৃদ্ধ

জামাই মেলা এখন মাছের মেলা, কোটি টাকার বেচাকেনা

ছিনতাইকারীকে চিনে ফেলায় ওষুধ ব্যবসায়ীর শরীরে আগুন, লড়ছেন মৃত্যুর সঙ্গে

জাসাস নেতাকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার