হোম > সারা দেশ > ঢাকা

আইনজীবী সমিতির ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু হয়েছে। নিহতের নাম মেহেদী হাসান রিপন (৩৮)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের নির্মাণাধীন অংশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্রেনের মাধ্যমে উপরে নির্মাণ সামগ্রী তোলার সময় রিপন ছাদে অবস্থান করছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, রিপন বার ভবনের চলমান নির্মাণকাজে দায়িত্বে ছিলেন। কাজ করার সময় অসাবধনতাবশত নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা তার পরিবারের পাশে আছি।

ফতুল্লা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি।

হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাগর ১০ দিনের রিমান্ডে

সাভারে বিএনপি নেতা আবু সাঈদ হত্যা, যুবলীগ কর্মী গ্রেপ্তার

সাভারে বিএলআরআইয়ে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

নামেই কলেজ: চার শিক্ষকের এক শিক্ষার্থী, ফলে ভরাডুবি!

দাদির অবহেলা, বোয়ালমারীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আ.লীগে যোগ দিয়ে বিএনপি নেতা বললেন, ‘শেখ হাসিনা ফিরবেন’

অপহৃত মুফতি মুহিবুল্লাহ মাদানীকে শিকলবন্দি অবস্থায় পাওয়া গেলো পঞ্চগড়ে

মাদারীপুরে এনসিপি নেতার অনৈতিক সম্পর্কের ভিডিও ফাঁস

ফতুল্লায় ব্যবসায়ী নেতার উদ্যোগে সড়ক সংস্কার