ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী এলাকায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় গৃহবধূ আশুরা বেগম বলেন, ‘আমি সকালে বাড়ি থেকে বের হয়ে পাকা রাস্তায় এলে রাস্তার পাশে ডোবায় লাশ দেখতে পেয়ে গ্রাম পুলিশকে জানাই।
স্থানীয় গ্রাম পুলিশ আবুল ফকির বলেন, সকাল ৮টার দিকে স্থানীয় এক নারী প্রথমে লাশটি দেখতে পায়। পরে আমাকে খবর দিলে আমি তাৎক্ষণিক ঘটনাটি সদরপুর থানায় জানাই। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। লাশের মুখে রক্তের দাগ ছিল।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিন্ত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।