সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের’ গেজেট প্রকাশসহ চার দফা দাবিতে এবার আন্দোলনে নামছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রিপদ নবম গ্রেডভিত্তিক (ক্যাডার) পদসোপানের আলোকে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। ৩০ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১ ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে পূর্ণ কর্মবিরতি পালনের আল্টিমেটাম দিয়েছেন এসব শিক্ষক।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের নিয়মতান্ত্রিক আন্দোলনেও সরকারি মাধ্যমিক শিক্ষকদের চার দফা ন্যায্য দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শিক্ষক সমাজ এই কঠিন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার মাউশির সামনে সকাল সাড়ে ১০টায় শিক্ষকরা অবস্থান কর্মসূচি শুরু করবেন বলেও তারা জানিয়েছেন।
তাদের চার দফা দাবির মধ্যে আরো রয়েছে বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন; সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ ৩ কর্মদিবসের মধ্যে প্রদান এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ৩/২টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।