হোম > সারা দেশ > ঢাকা

পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২ ব্যক্তির মৃত্যু

প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কোদালপুর ইউনিয়নের বকাউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রাম দেওয়ানপাড়ার হানিফা মোল্লার ছেলে নূরে আলম মোল্লা (৪০) ও আলমগীর দপ্তরী (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরে আলম পেশায় ট্রাক্টর-চালক এবং আলমগীর কৃষি শ্রমিক ছিলেন। জীবিকার পাশাপাশি শখের বসে তাঁরা মাঝে মাঝে স্থানীয় বিলে মাছ ধরতেন। সোমবার রাতেও তারা পাশের বকাউলপাড়া এলাকার একটি পুকুরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দেন মাছ ধরার উদ্দেশ্যে। মঙ্গলবার ভোরে মাছ ধরার সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত নূরে আলমের ছেলে নিরব কান্নাজড়িত কণ্ঠে বলেন, সোমবার রাতে বাবা আলমগীর কাকার সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন। ফজরের নামাজ পড়ে বিলে গিয়ে দেখি দুজনেই মাটিতে পড়ে আছেন। দৌড়ে গিয়ে কারেন্টের মেইন সুইচ বন্ধ করি।

অন্যদিকে নিহত আলমগীরের স্ত্রী সালমা বেগম বলেন, রাতে মাছ ধরতে গিয়েছিলেন। সকালে ফিরলেন না। খোঁজ নিতে গিয়ে শুনি, স্বামী আর বেঁচে নেই—বিদ্যুতে মারা গেছেন।

গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন বলেন, মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে এসে দুইজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গ্রামের শান্ত সকাল মুহূর্তেই পরিণত হয় শোকে। একদিকে হারানো স্বজনের কান্না, অন্যদিকে হতভম্ব গ্রামবাসীর নীরবতা—দুই শ্রমজীবীর অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর বিষাদের ছায়া।

সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে জাহিদ-হৃদয়

খাল দখল করে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী

র‍্যাবের ডিএডি মোতালেবের কুমিল্লার বাড়িতে মাতম

রায়পুরায় স মিলের ভেতর থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার

রঙিন কপি চাষে সফলতা