হোম > সারা দেশ > ঢাকা

সাড়ে ৫ মাসে কুরআনের হাফেজ হলেন ৯ বছরের আব্দুল্লাহ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র সাড়ে ৫ মাসেই কোরআনে হাফেজ হলেন নয় বছরের শিশু মো. আব্দুল্লাহ। সে ফতুল্লার বাংলাদেশ খাঁদ এলাকার ফয়জিয়া মুহম্মাদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার শিক্ষার্থী এবং পোশাক শিল্প শ্রমিক আব্দুল মজিদের ছেলে। ২০ ডিসেম্বর তার হিফজুল কোরআনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে আব্দুল্লাহকে মাদ্রাসার মাহফিলে আনুষ্ঠানিক পাগড়ি প্রদান করা হয়।

আব্দুল্লাহকে চলতি বছরের ১৪ জুন স্থানীয় ফয়জিয়া মুহম্মাদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসায় হিফয শাখায় ভর্তি করান তার বাবা। মাত্র সাড়ে ৫ মাসে পবিত্র কোরআনের ৩০ পাড়া মুখস্থ করে মাদ্রাসা শিক্ষক থেকে এলাকার সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।

আব্দুল্লাহ বলেন, অল্প সময়ে হাফেজ হতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আমি প্রথম ভেবেছিলাম অনেক কঠিন হবে। কিন্তু আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন।

জাতীয় যুবশক্তি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার সংগঠক সোহাইল ইসলাম ইফতি বলেন, আব্দুল্লাহ খুবই মেধাবী শিক্ষার্থী। মাদ্রাসার শিক্ষক হাফেজ মামুন সাহেবের অধীনে আব্দুল্লাহ ৬ মাসেই হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। এত অল্প সময়ের মধ্যে তার এমন কোরআন মুখস্থ হওয়ায় আমরাও হতবাক হয়েছি এবং বিষয়টি অনেকটা অলৌকিক ব্যাপার। আগামীতে তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আব্দুল্লাহ যাতে আরো উঁচু স্থানে সফলতা নিয়ে যেতে পারে।

আব্দুল্লাহ পিতা আব্দুল মজিদ জানান, ছোটবেলা থেকেই আমি আমার ছেলেকে আল্লাহর পথে রাখতে নামাজ ও কোরআনের শিক্ষায় শিক্ষিত করার ইচ্ছে করেছিলাম। আল্লাহর বিশেষ কৃপায় আব্দুল্লাহ এতো অল্প বয়সে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছে, যা তার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্ত। আমি তার পিতা হিসেবে গর্বিত।

ফয়জিয়া মুহম্মাদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব মুফতি আব্দুর রহমান সাহেব বলেন, ‘একজন শিক্ষার্থীকে হাফেজ হতে অন্তত তিন বছর সময় লাগে। তবে আব্দুল্লাহ অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কোরআনের প্রতি গভীর ভালোবাসার জন্যই সে এত দ্রুত হিফজ সম্পন্ন করতে পেরেছে। এটি আল্লাহর এক বিশেষ নেয়ামত। আমাদের মাদ্রাসায় এমন ঘটনা দ্বিতীয়বারের মত। আব্দুল্লাহর আগে ২০১০ সালে ৯ মাসে সাইদুল ইসলাম নামের এক শিক্ষার্থী হিফয শেষ করেছিল এই মাদ্রাসা থেকে। আমি আব্দুল্লাহ জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন, মুফতি আলাউদ্দিন সাহেব, মাওলানা জুবায়ের, মুফতি আব্দুর রহমান, মুফতি সাইদুল ইসলাম, হাফেজ মামুন, হাফেজ সাইদুল ইসলাম, আব্দুর রউফ, মো. সজিব, মো. মজিবুর রহমানসহ অন্যান্য মাদ্রাসা কমিটি সদস্যগণ।

অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দিয়েছেন ওসমান হাদি: এম. আবদুল্লাহ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আড়াইহাজারে অটোরিকশা ছিনতাই-এ বাধা, ছুরিকাঘাতে আহত ২

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবে গেল বাল্কহেড, দুই শ্রমিক নিখোঁজ

মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর–চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

চাঁদাবাজ বাহিনী প্রধান সম্রাট সম্পর্কে যা জানা গেল

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩