হোম > সারা দেশ > খুলনা

বিপুল সংখ্যক ভারতীয় সিমকার্ডসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার, যশোর

ভারতসহ বিভিন্ন দেশে তথ্য পাচার ও অবৈধভাবে ভিওআইপি ব্যবসার অভিযোগে বিপুল সংখ্যক ভারতীয় সিমকার্ডসহ বাবুল হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ালি গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে। বর্তমানে ভাড়া থাকেন যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজার মসজিদ গলির খন্দকার মিলনের বাড়িতে।

ওই ভাড়া বাসায় বসে তিনি অবৈধ ভিওআইপি ব্যবসা করতেন।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানিয়েছেন, রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তারা গোপন সূত্রে সংবাদ পান যে, খন্দকার মিলনের বাড়িতে কতিপয় ব্যক্তি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভিওআইপির মাধ্যমে ভারতসহ বহির্বিশ্বে অর্থের বিনিময়ে টেলিযোগাযোগ করে থাকেন।

সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশি উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত দুই/তিন জন পালিয়ে যায়। পরে ওই ঘর থেকে বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

সে সময় ওই ঘর তল্লাশি করে ডেল কোম্পানির একটি ল্যাপটপ, ভারতীয় বিভিন্ন কোম্পানির ৩১৭টি সিমকার্ড (যার মধ্যে ভিআই কোম্পানির ৪৭টি এবং বিএসএনএল কোম্পানির ২৭০টি), ভিওআইপির কাজে ব্যবহৃত একটি কালো রঙের মেশিন, দুটি বাংলাদেশি মোবাইল কোম্পানির সিমকার্ড এবং একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

ইন্সপেক্টর কাজী বাবুল হোসেন আরো জানিয়েছেন, গ্রেপ্তার আসামি বাংলাদেশ থেকে বিভিন্ন তথ্য ভারতসহ বহির্বিশ্বে অবৈধভাবে ভিওআইপির মাধ্যমে পাচার করে আসছিলেন। ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তিনি এ ব্যবসায় চালিয়ে যাচ্ছিলেন।

ভারত থেকে অবৈধপথে তিনি বিভিন্ন কোম্পানির মোবাইল সিমকার্ড দেশে এনে ব্যবসা করছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) গ্রেপ্তার বাবুল হোসেনকে আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে বলে জানান ইন্সপেক্টর কাজী বাবুল।

সেনাবাহিনীর অভিযানে ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল উদ্ধার

বেনাপোল দিয়ে তীর্থযাত্রায় ১৭৯ ইসকন সদস্য ভারতে

খুনের মামলায় দুই ভাইয়ের ফাঁসির আদেশ

লবণাক্ততার ক্ষয়ে ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ

খুলনায় মোবাইল মার্কেট বন্ধ রেখে বিক্রেতাদের মানববন্ধন

ঝিনাইদহ-২ আসনে এন‌সি‌পির প্রার্থী হা‌মিদ পার‌ভেজ

আওয়ামী দোসর সেই ২৩ শিক্ষক-কর্মচারী পুনর্বহাল

তুলার আবাদ জনপ্রিয় হয়ে উঠছে ভেড়ামারায়

মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ১৩

বর্ণিল আয়োজনে ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত