যশোর শহরের ঘোপ বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে আট যুবককে আটক করে ঢাকায় নিয়ে গেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। তবে আটক ব্যক্তিদের পরিচয় কিংবা তাদের আটকের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকেই সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘোপ এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন। বিকাল ৩টার দিকে ডিবি ও যশোর পুলিশের একাধিক টিম যৌথভাবে ঘোপ বউবাজার এলাকার ‘আমার বাড়ি’ নামে একটি তিনতলা ভবনে অভিযান চালায়।
ভবনের কেয়ারটেকার কেদু মিয়া জানান, ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে পুলিশ দীর্ঘ সময় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ওই ফ্ল্যাট থেকে আট জনকে আটক করে নিয়ে যাওয়া হয়। তবে, তারা কী অপরাধে জড়িত, সে বিষয়ে তাকে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা ভবনের মালিক ঢাকার বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, প্রায় ছয় মাস আগে ওই আট যুবক তার ফ্ল্যাটটি ভাড়া নেন। তারা নিজেদের ফ্রিল্যান্সার পরিচয় দিয়েছিলেন। ভবনটিতে অফিস বানিয়ে তারা কাজ করতেন। তবে তিনি ভাড়াটিয়াদের কারো নাম বা পরিচয় জানেন না বলে দাবি করেছেন।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ডিবি হেডকোয়ার্টার থেকে একটি স্পেশাল টিম যশোরে অভিযানে আসে। এ সময় কোতোয়ালি থানা পুলিশ তাদের সহযোগিতা করে। পরে ওই ভবন থেকে আট জনকে আটক করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরো বলেন, তাদের কেন আটক করা হয়েছে- সে বিষয়ে যশোর পুলিশকে কিছু জানানো হয়নি। এটি একটি বিশেষ অভিযান ছিল।