হোম > সারা দেশ > খুলনা

দলীয় প্রার্থী রেখে স্বতন্ত্রকে সমর্থন উপজেলা বিএনপির একাংশের

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

ছবি: আমার দেশ

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনকে সমর্থন জানিয়েছে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির একাংশ। শুক্রবার রাতে আলফাডাঙ্গা হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির একাংশের কার্যালয়ে আরিফুর রহমান দোলনের উপস্থিতিতে উপজেলা ও পৌর বিএনপির একাংশ আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে তার জাহাজ প্রতীকের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন এ সময় উপস্থিত সবাইকে নির্বাচনসংক্রান্ত দিকনির্দেশনা দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি খোশবুর রহমান খোকন, পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম শিকদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান, পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাজান সরদার, সিরাজুল ইসলাম সোজা প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহসভাপতি খোশবুর রহমান খোকন আমার দেশকে জানান, ‘বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন পাওয়ার পর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি, দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বিভিন্ন সময়ে যোগাযোগ করেছি, কিন্তু আমাদের অবমূল্যায়ন করা হয়েছে।’

এ কারণে আমরা স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানিয়েছি। ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এরা সব সময়ই দলীয় পদ-পদবি ব্যবহার করে দলের বিরোধিতা করে আসছে। আমি এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি।

২৬ জানুয়ারি মেহেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

সুন্দরবনে ২০ জেলেকে অপহরণের পর ‘ডন বাহিনী’র মুক্তিপণ দাবি

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০.৫ ডিগ্রি, এখনো তীব্র শীত

শিশুসন্তানকে হত্যার পর ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রীর আত্মহত্যা

পেশাগত দক্ষতার উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্র অত্যন্ত কার্যকর

উনি বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন : মিয়া গোলাম পরওয়ার

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন

চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

দাঁড়িপাল্লার পক্ষে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে: গোলাম পরওয়ার

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ ৫৫ জনের জামায়াতে যোগদান