হোম > সারা দেশ > খুলনা

সুজনের অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীরা এক মঞ্চে

জনগণের মুখোমুখি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো পদ নেই’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বুধবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মুক্ত মঞ্চে সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরাসরি জনগণের সামনে হাজির করে তাদের পরিকল্পনা শোনা এবং ভোটারদের প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ করে দিতেই এই আয়োজন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই মঞ্চে উপস্থিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সূচনা করেন। প্রার্থীরা হলেন- শরীফুজ্জামান শরীফ: জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল: জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, জহুরুল ইসলাম আজিজি: ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী।

সুজনের চুয়াডাঙ্গা জেলা ফ্যাসিলেটেটর মেহেরাব্বিন সানভির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সুজন জেলা কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান। তিনি তার বক্তব্যে নাগরিকদের সচেতন হওয়ার এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে তিন প্রার্থীই উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তাদের নির্বাচনি অঙ্গীকার ও এলাকার উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যের পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে ভোটাররা সরাসরি প্রার্থীদের কাছে এলাকার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে প্রশ্ন করেন।

প্রার্থীরাও অত্যন্ত ধৈর্য সহকারে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া প্রার্থীরা একটা বিষয়ে একমত পোষণ করেন যে জনগণের ভোটে যিনিই নির্বাচিত হন না কেন তারা সকলে মিলে সুন্দর চুয়াডাঙ্গা গঠনে একসঙ্গে কাজ করবেন।

নির্বাচনের ডামাডোলের মধ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের এভাবে একই মঞ্চে অবস্থান চুয়াডাঙ্গার সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, নারী উদ্যোক্তা, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্ত্রীকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, গ্রেপ্তার স্বামী

পশুর নদের ভাঙনে বিলীন মামার ঘাট, ভোগান্তিতে মানুষ

ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু করা হবে: জামায়াত আমির

কুষ্টিয়ায় বিএনপির নির্বাচনি প্রচারে ইবির দুই কর্মকর্তা

যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী মুন্নীকে শোকজ

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ রেখে বন্দর কর্মচারীদের মানববন্ধন

দ্বিচারিতা সহ্য করা হবে না : যশোরে জামায়াত আমির

মেহেরপুর-১ আসনে বিএনপি প্রার্থী অরুনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমল

মেহেরপুর জেলা জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩