হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় বিজিবির কঠোর নিরাপত্তা

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা অঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সাতক্ষীরা, বাগেরহাট ও ঝালকাঠি জেলার মোট ১৬ উপজেলা এবং ৯টি সংসদীয় আসনে প্রায় ৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সীমান্তবর্তী দুটি সংসদীয় আসনের অধীন তিন উপজেলায় এবার প্রথমবারের মতো এককভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার নীলডুমুরে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) আয়োজনে নির্বাচনি প্রস্তুতি সভা শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহারিয়ার রাজীব।

ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক জানান, উপজেলাভেদে সর্বোচ্চ সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবির অধীনে ২০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এসব ক্যাম্প মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং সড়ক ও নৌপথে নিয়মিত টহল পরিচালনা করবে।

তিনি জানান, হাওরবেষ্টিত দুর্গম এলাকায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। জেলা সদর ও অন্যান্য এলাকায় পুলিশ-র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হবে। এছাড়া সাতক্ষীরা অঞ্চলের প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

লে. কর্নেল শাহারিয়ার রাজীব বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সংসদ নির্বাচনের সব দায়িত্ব বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে। দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ ও প্রয়োজনীয় মহড়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে মারধর

কুবির ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

নৌ-পুলিশের স্পিডবোটে আগুন, নদে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা চালকের

শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি রাশেদ খানের

যশোরে আট যুবককে আটক করে ঢাকায় নিয়ে গেছে ডিবি

সুজনের অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীরা এক মঞ্চে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, গ্রেপ্তার স্বামী

পশুর নদের ভাঙনে বিলীন মামার ঘাট, ভোগান্তিতে মানুষ

ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু করা হবে: জামায়াত আমির

কুষ্টিয়ায় বিএনপির নির্বাচনি প্রচারে ইবির দুই কর্মকর্তা