হোম > সারা দেশ > খুলনা

ভেড়ামারায় দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় রেফাজুল ইসলাম (৫২) নামের এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ লালন মণ্ডল (৪৬) নামের আরো একজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গুলিতে নিহত রেফাজুল ইসলাম রায়টা নতুনপাড়া এলাকার মৃত জামাত মণ্ডলের ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মণ্ডল দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ খুব কাছ থেকে তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন লালন।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার বলেন, রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন লালন মণ্ডল নামে আরো একজন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের চিহ্নিতে অভিযান অব্যাহত রয়েছে।

নির্বাচন হওয়ার আগেই একটি দল ক্ষমতায় চলে এসেছে: সাদিক কায়েম

নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা: গোলাম পরওয়ার

নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালালো ছিনতাইকারী

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল পাচার হওয়া ৩০ কিশোর-কিশোরী

টিকটকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, যুবক আটক

জাল সনদে চাকুরী করা প্রধান শিক্ষককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড

ঝিনাইদহ আইনজীবী সমিতি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত বিজয়ী

দাঁড়িপাল্লা টাঙানো নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩

খালিশপুরে নীল কুঠিবাড়ি অযত্ন অবহেলায় ধ্বংসের পথে

অভয়নগরে তিন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ