হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় বিএনপির নির্বাচনি প্রচারে ইবির দুই কর্মকর্তা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

এবার ছুটি নিয়ে কুষ্টিয়া সদর আসনের বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকারের সাথে নির্বাচনি প্রচার চালাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ।

মঙ্গলবার দুপুরে বিএনপি প্রার্থীর ভেরিফাইড ফেসবুক পেজের একটি ভিডিওতে আব্দুল মঈদকে পথ সভার মঞ্চে বসে থাকতে দেখা যায়। ভিডিওতে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সোহরাব উদ্দিনসহ সদর আসনের বিএনপি প্রার্থীও রয়েছেন। অপর দিকে, সূত্রে প্রাপ্ত একাধিক ছবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের সহকারি রেজিস্ট্রার আব্দুল লতিফকে কুষ্টিয়া শহরের কুমারগাড়া-টাকিমারা এলাকায় বিএনপির একটি নির্বাচনি অফিসে ধানের শীষ প্রতিকের প্রচার চালাতে দেখা গেছে।

আমার দেশের পক্ষে নির্বাচনি প্রচারের বিষয়ে জানতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ’র মোবাইলে ফোন দিলে পরে কথা বলছি বলে ফোন কেটে দেন।

অপরদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের সহকারি রেজিস্ট্রার আব্দুল লতিফের মোবাইলে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি তিনি। পরে আমার দেশের পক্ষে ক্ষুদে বার্তা পাঠালেও উত্তর দেননি তিনি।

এব্যাপারে সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ জামান আমার দেশকে জানান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা কোনো দলের পক্ষে নির্বাচনি প্রচার চালাতে পাবেন না। কারণ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে সরকারি বেতন ভাতা নেন তারা। এব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ ওয়ালিউর রহমান আমার দেশকে বলেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ তিন দিনের ছুটিতে আছেন। আব্দুল মঈদ নির্বাচনি প্রচার চালাতে পারেন কি এই প্রশ্নের উত্তরে ড. মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, এব্যাপারে রেজিস্ট্রারের সাথে কথা বলার পরামর্শ দেন তিনি।

পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক আমার দেশকে বলেন, ইবি কর্মকর্তাদের নির্বাচনি প্রচারের ব্যাপারে আপনার কাছে শুনলাম, আমরা ব্যাপরটা জানি না। অভিযোগ পেলে প্রশাসন আইন মতে ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১০ নভেম্বর ২০২৫ এ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ২০(খ) এ বলা হয়েছে, তাহাদের নিজের বা অন্যের পক্ষে নির্বাচনি প্রচারে সরকারি যানবাহন সরকারি প্রচার যন্ত্রের ব্যবহার বা অন্যবিধ সরকারি সুবিধা ভোগ করিতে পারিবেন না এবং এতদুদ্দেশ্যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারি বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক বা কর্মকর্তা কর্মচারীকে ব্যবহার করিতে পারিবেন না।

ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু করা হবে: জামায়াত আমির

যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী মুন্নীকে শোকজ

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ রেখে বন্দর কর্মচারীদের মানববন্ধন

দ্বিচারিতা সহ্য করা হবে না : যশোরে জামায়াত আমির

মেহেরপুর-১ আসনে বিএনপি প্রার্থী অরুনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমল

মেহেরপুর জেলা জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করব

পানি সম্মেলনে ১২ দফা খসড়া ঘোষণা

প্রত্যেক সক্ষম পুরুষ ও নারীর হাতে মর্যাদার কাজ তুলে দেবো: জামায়াত আমির